Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

আসন্ন ঈদে ‘ভাই’ ও ‘জান’ হয়ে ভাইজানের পর্দায় আবির্ভাব 

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। ভক্তদের জন্য ভাইজানের ঈদ উপহার আগামী ২১শে এপ্রিল। লিখেছেন অজন্তা সিনহা

বলিউডের তিন খানের মধ্যে তাঁর ঝুলিতেই হিট ছবির সংখ্যা সবচেয়ে বেশি। তবে, গত দু বছর তেমন কোনও হিট ছবি ভক্তদের দিতে পারেননি ভাইজান। ২০২১-এ মুক্তিপ্রাপ্ত দুটি ছবির মধ্যে ‘রাধে’ একেবারেই চলেনি, অপরটি ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ প্রশংসিত হলেও বাণিজ্যিক সাফল্য পায়নি। ২০২২ পুরো চুপচাপ। ২০২৩-এ বন্ধুর ছবি ‘পাঠান’-এ ক্যামিও ‘টাইগার’ হয়ে পর্দায় এসে শাহরুখ খানের রেকর্ড সাফল্যের আনন্দময় অংশীদার হলেও সে তো নিছক বন্ধুরই ছবি, নিজের আর কৃতিত্ব কোথায় ? মোদ্দা কথা, ভাইজান ভক্তদের এই মুহূর্তে গুরু দায়িত্ব ‘কিসি কা ভাই কিসি কি জান’-কে প্রবল পরিমাণে সাফল্য দেওয়া। আগামী ঈদেই মুক্তি পাচ্ছে ফারহাদ সামজি পরিচালিত এই ছবি। ঈদ সবসময়ই সলমন খানের ক্ষেত্রে সৌভাগ্য বহন করেছে। ‘কিসি কা ভাই কিসি কি জান’-ও তার ব্যতিক্রম হবে না প্রত্যাশিত।

‘কিসি কা ভাই কিসি কি জান’ প্রযোজনা করেছে সলমন খান ফিল্মস, অর্থাৎ ভাইজান নিজেই ছবির প্রযোজক। কোনও কোনও মিডিয়া ছবিটিকে ‘বজরঙ্গি ভাইজান’-এর সিকুয়েল বললেও নির্মাতাদের পক্ষ থেকে তেমন ইঙ্গিত মেলে না। সিকুয়েলের সূত্রেই ওঠে করিনা কাপুর খানের নাম। সেটাও পরে দেখা যায় কিছু মিডিয়ার কষ্টকল্পনা। এখন তো সবারই জানা, পূজা হেগড়ে হয়েছেন এই ছবিতে সল্লু মিঞার জান। ২০১৯-এ ‘হাউসফুল ৪’-এর পর ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ দেখতে চলেছি আমরা পূজাকে। তাঁর কেরিয়ার মানচিত্রে সাফল্যের সুবর্ণ ছোঁয়া এখনও সেভাবে লাগেনি। ভাইজানের জান হয়ে ঈদের বাজারে মিস হেগড়ে সাফল্য পাবেন, এমনটা আশা করা যেতেই পারে। তবে, এই ধরনের ছবিতে নায়িকাদের খুব বেশি কিছু করার থাকে না, এই যা !

গল্প এইরকম, সৎ মানুষ ভাইজান, যে কিনা নিজের ভাইদের সঙ্গে সুখী-জীবন যাপন করে। যদিও, যে কোনও ধরনের সমস্যা সমাধানে ঝামেলা, জোর জবরদস্তি, জুলুম করাই তার পথ। এহেন ভাইজান তার প্রেমিকার কারণে নিজের পথ পরিবর্তনের কথা ভাবে। এরইমধ্যে সে জানতে পারে, প্রেমিকার পরিবার পড়েছে সংকটে আর তার জন্য দায়ী তাদের পুরোনো শত্রুতা। ভাইজান সকলের অজান্তে পরিবারটিকে রক্ষা করার সিদ্ধান্ত নেয় ও সেই বাবদ কাজ শুরু করে। গল্পে সেই একশন, ফ্যামিলি ড্রামা এবং রোমান্স। তবে, নতুন কিছু না থাকলেও সলমনের ঈদ ম্যাজিক এবারেও কাজ করবে বলে তাঁর ভক্তজনের বিশ্বাস।

অভিনয়ে সলমন, পূজা ছাড়াও আছেন দক্ষিণী তারকা ভেঙ্কটেশ ও জগপথি বাবু, জেসি গিল, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, ভূমিকা চাওলা, ভাগ্যশ্রী, শেহনাজ গিল, অভিমন্যু সিং, বিজেন্দ্র সিং, আবদু রজিক, মালবিকা শর্মা, পলক তিওয়ারি, অমৃতা পুরি। একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তেলুগু ছবির সুপারস্টার ‘আর আর আর’ খ্যাত রাম চরণ। একটি গানের দৃশ্যে ইয়ো ইয়ো হানি সিংও আছেন ক্যামিও অবতারে। গানের কথাতেই মনে পড়ল, ভাইজানের এই ছবিতে গান গাইবার প্রসঙ্গ। তাঁর কণ্ঠে গীত ‘জি রহে থে হাম…’ ইতিমধ্যেই বিপুল পরিমাণে ভাইরাল হয়েছে। ছবির একটি টিজারে গানটি ব্যবহৃত হয়েছে। আরও একবার অমল মালিকের সুরে গান গেয়ে ধামাকাদার এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন সলমন। পাঠক স্মরণ করুন তাঁর আগের আর একটি হোম প্রোডাকশন ‘হিরো’ ছবির ‘ম্যায় হুঁ হিরো তেরা…’ গানটি। সেটিও ছিল অমল মালিকের কম্পোজিশন। এরই সঙ্গে পর্দা কাঁপাবে দুরন্ত কোরিওগ্রাফিতে সলমন ও পূজার ডান্স নাম্বারগুলি।।

পরিচালক ফারহাদ সামজি নিজেই লিখেছেন চিত্রনাট্য। ২০১৪-র হিট তামিল একশন ছবি ‘ভীরম’-এর কাহিনি অনুসৃত ‘কিসি কা ভাই কিসি কি জান’। ছবির সিনেমাটোগ্রাফার ভি. মনিকন্ডন। ব্যাকগ্রাউন্ড স্কোর রবি বসরুর। মিউজিক রবি বসরুর, হিমেশ রেশমাইয়া, সাজিদ খান, সুখবীর, পায়েল দেব, দেবী শ্রী প্রসাদ, অমল মালিক। ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে জি স্টুডিওজ। আগামী ২১ শে এপ্রিল তুমুল প্রত্যাশা নিয়ে মুক্তি পাচ্ছে ভাইজানের এই ঈদ উপহার।