Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

গিরীশ মঞ্চে নোটো থিয়েটার ট্রুপ-এর মনোজ্ঞ তিনটি নাটক

দীর্ঘ চারমাস বাদে নোটো থিয়েটার ট্রুপ আগামী ১১ই এপ্রিল, মঙ্গলবার সন্ধে ৬.৩০ মিনিটে বাগবাজার গিরীশ মঞ্চে উপস্থাপন করবে ‘DRAMA এক ধামা’৷ ধামায় থাকবে সম্পূর্ণ ভিন্নস্বাদের তিনটি নাটক। প্রথম, অমর কথাশিল্পী বনফুলের লেখা একটি মজার অনুনাটক ‘কবিতা বিভ্রাট’৷ অভিনয়ে অমর চট্টোপাধ্যায়, রত্না নাথ, সজল রায়, দীপান্বিতা ঘোষ, সৌমাভ বিষ্ণু ও ময়ূরী মিত্র৷ দ্বিতীয়, সুদীপ্ত ভৌমিকের ভূতের কিংবা তিন মানুষের অন্তর্লীন সম্পর্কের ওপর আর একটি অনুনাটক ‘আগুনের পরশ’৷ অভিনয়ে পার্থপ্রতিম ভৌমিক, রত্না নাথ ও ময়ূরী মিত্র ৷

সবশেষে বরেণ্য নাটককার মনোজ মিত্রের একাঙ্ক ‘বৃষ্টির ছায়াছবি’ ৷ আপাতদৃষ্টিতে নাটকটির পরতে পরতে রহস্য ও টানটান উত্তেজনা থাকলেও আসলে এটি দুই মানুষের মনোজাগতিক নাটক ৷ নাটককার প্রতিষ্ঠা করতে চেয়েছেন এক অমোঘ সত্যকে–পৃথিবীর সবাইই কি পাগল নয় ! অভিনয়ে ময়ূরী মিত্র, দীপাঞ্জন মণ্ডল, বৈশাখী মজুমদার, পল্লব চক্রবর্তী ও অমর চট্টোপাধ্যায় ৷

তিনটে নাটকের নির্দেশনাই দিয়েছেন অমর চট্টোপাধ্যায় ও ময়ূরী মিত্র৷ প্রসঙ্গত, নাটক তিনটি বিগত চার বছর ধরে নোটো থিয়েটার ট্রুপ কলকাতা ও কলকাতার বাইরে বিভিন্ন অঞ্চলে সাফল্যের সঙ্গে অভিনয় করে চলেছে।