Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

‘উত্তরপাড়া পদাতিক’-এর বাচিক শিল্পসন্ধ্যা

কৃষ্টি ও সংস্কৃতির শহর উত্তরপাড়ার ঐতিহ্যের সঙ্গে সাযুজ্য রেখে গত ১৭ ডিসেম্বর, ২০২২ ‘উত্তরপাড়া পদাতিক’ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি মনোমুগ্ধকর বাচিক শিল্পসন্ধ্যা। অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার ও শ্রুতিনাটককার স্বপন গাঙ্গুলী ও কবি চন্দ্রা বন্দ্যোপাধ্যায়।

Img 20230102 Wa0047
'উত্তরপাড়া পদাতিক'-এর বাচিক শিল্পসন্ধ্যা 6

উক্ত সন্ধ্যায় সংস্থার বাচিকশিল্পীগণ দর্শক-শ্রোতাদের উপহার দেন পাঁচটি শ্রুতিনাটক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’-র নির্বাচিত অংশের শ্রুতি-অভিনয়। রাজা, নন্দিনী, বিশু পাগল ও ফাগুলাল–এই চারটি চরিত্রে আলোকপাত করা হয়েছে। প্রবীর বন্দ্যোপাধ্যায় ও জুঁই দাস যথাক্রমে রাজা ও নন্দিনী চরিত্রে অনবদ্য অভিনয়ের পাশাপাশি সুনিপুণ সম্পাদনা ও পরিচালনাও করেন।

উপরোক্ত পরিচালকদ্বয়ের পরিচালনায় অন্যান্য চারটি নাটক হলো কল্যাণ দাশগুপ্তের সমাজ-সচেতনতামূলক নাটক ‘স্বপ্ন নয়’ এবং স্বপন গাঙ্গুলীর তিনটি হাসির নাটক ‘মর্নিং ওয়াক’, ‘ঘরজামাই’ ও ‘মে আই হেল্প ইউ’।

Img 20230102 Wa0052
'উত্তরপাড়া পদাতিক'-এর বাচিক শিল্পসন্ধ্যা 7

আবহ-ভাবনায় অলকেশ দে সরকার দর্শকদের মনের ক্যানভাসে সমুজ্জ্বল, বিশেষ করে ‘রক্তকরবী’-র শ্রুতি-অভিনয়ে। এছাড়াও আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ করেন সংস্থার সদস্য-সদস্যাগণ। শিশুশিল্পী মৌপ্রিয়া মুখার্জি ও ‘হামি ১’ খ্যাত অভিরাজ গাঙ্গুলির আবৃত্তি পরিবেশনও ছিল যথাযথ। সামগ্রিকভাবে সমগ্র বাচিক শিল্পসন্ধ্যাটি দর্শক-শ্রোতার মন ছুঁয়ে যায়।