Saturday, May 18, 2024
কৃষ্টি-Culture

পদাবলী আঙ্গিকে রূপঙ্করের ‘নীলকন্ঠ’

“যদি বিপক্ষে, যদি স্বপক্ষে কোনো মত আমি দিতাম না, / তবে ভালো হতো নিরপেক্ষ নৌকা আমার ডুবতো না” – খানিকটা শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলী ঘরানা বললে অত্যুক্তি হয়না। বাংলা সনের শুরুতেই এবার নতুন গান বাঁধলেন ‘গোঁসাই’ – রূপঙ্কর বাগচী। বাংলা সঙ্গীত মহলে যে নামেরা ফিরে ফিরে আসেন তাদেরই একজন রূপঙ্কর। যার হাত ধরে আন্তর্জাতিক স্তরে, বিশ্বের দরবারে পৌঁছেছে ‘জাতিস্মর’। কিছু কালজয়ী গান আজও ঘুরেফিরে বারবার বাঙালিদের প্লে লিস্টে। কখনো সুখে, কখনো দুঃখে, কখনো ভালো লাগায় কিংবা ভালোবাসায়। হাজারো ওঠাপড়ার মাঝে থেমে নেই সুরের সফর। তারই সুফসল নীলকন্ঠ।

গত ২৪ শে এপ্রিল তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই গানটি। কথা ও সুর তাঁরই সৃষ্ট। প্রাচ্য পাশ্চাত্য সত্তার মিশেলে, গিটারের স্ট্রিং এবং হারমোনিয়ামের রিডে তৈরী করছেন মন ছুঁয়ে যাওয়া সুর। মিক্সিং ও মাস্টারিং করেছেন অর্ক সরকার। এডিটিং করেছেন সৌম্যজিৎ কর্মকার। ভিডিওটিতে তাকেই গান গাইতে দেখা গেছে। পাশাপাশি গানের কথা অনুযায়ী বিভিন্ন অভিব্যক্তি গানটির মর্মার্থকে আরো কয়েকপ্রস্ত বাড়িয়ে তুলেছে। ভিন্ন স্বাদের গান পেয়ে খুশি শ্রোতারাও। অনেকেই এই গান বাঁধার প্রশস্তিমূলক শব্দে অভিনন্দন জানিয়েছেন ‘গোঁসাই’-কে।