Monday, February 3, 2025
ওয়েব-Wave

ওয়েব দুনিয়ায় সাড়া ফেলবে নীরজ পাণ্ডের খাকি : দ্য বিহার চ্যাপ্টার

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। লিখছেন মৃণালিনী ঠাকুর

প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্য লেখক নীরজ পান্ডে তাঁর কাজের ব্যতিক্রমী ধারাটি চিনিয়েছিলেন কেরিয়ারের শুরুতেই। ‘আ ওয়েডনেসডে’-র মতো ভিন্নধারার ছবি দিয়ে যাত্রা শুরু তাঁর। পরের ছবি ‘স্পেশাল ২৬’, সেখানেও ব্যতিক্রমীই থাকেন তিনি। নীরজের তৈরি বায়োপিক ছবি ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ বিপুল জনপ্রিয়তা পায়। এহেন নীরজ সৃষ্ট ক্রাইম ড্রামা সিরিজ ‘খাকি : দ্য বিহার চ্যাপ্টার’ যে দর্শক মহলে মুক্তির আগেই বিপুল সাড়া ফেলে দেবে, তাতে আর সন্দেহ কী ! আইপিএস অমিত লোধার বহু আলোচিত বই ‘বিহার ডায়েরিজ’-কে অবলম্বন করেই নীরজ এর চিত্রনাট্য রচনা করেছেন। আজকের ওটিটি বিনোদনে কনটেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই বিষয়টিকে মাথায় রেখেই নীরজের এই কাহিনি নির্বাচন, বলে জানিয়েছেন তিনি।

Images 4
ওয়েব দুনিয়ায় সাড়া ফেলবে নীরজ পাণ্ডের খাকি : দ্য বিহার চ্যাপ্টার 6

ওটিটি প্ল্যাটফর্মের আর একটি উল্লেখযোগ্য দিক হলো এর বিস্তৃত প্রসারণ। নীরজের মতে, বহু সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাওয়াটাও সহজ হয় এই মাধ্যমে, যা যে কোনও সৃষ্টিশীল মানুষের পক্ষে স্বাভাবিক ভাবেই লোভনীয়। আর একটা বিষয় হলো, আজ শুধু ভারতের সৃষ্টি ভারতের মানুষ দেখছেন না। দেখছে সারা বিশ্ব। একইভাবে সমগ্র বিশ্বের বিনোদন এখন ডিজিটাল ব্যবস্থার দৌলতে জনতার হাতের মুঠোয়। দর্শক চাহিদায় বৈচিত্রের ছোঁয়া লেগেছে এভাবেই।

নেটফ্লিক্সে আগামী ২৫ নভেম্বর শুরু হচ্ছে এই সিরিজ।  পরিচালনা ভব ধুলিয়া। প্রযোজক শীতল ভাটিয়া। ফ্রাইডে স্টোরিটেলর্স-এর ব্যানারে প্রযোজিত হয়েছে সিরিজটি। করণ ট্যাকার, অবিনাশ তিওয়ারি, অভিমন্যু সিং, যতীন সর্ন, রবি কিশেন, আশুতোষ রানা, নিকিতা দত্ত, ঐশ্চর্য সুস্মিতা ও অনুপ সোনি অভিনয় করেছেন ‘খাকি : দ্য বিহার চ্যাপ্টার’-এ। বিষয় হিসেবে বিহার চ্যাপ্টার যে অত্যন্ত জটিল, সেকথা স্বীকার করে নিয়ে নীরজ এক সাক্ষাৎকারে বলেছেন, যে অঞ্চলের ওপর এই কাহিনি বিন্যস্ত, সেখানকার অভিনেতাদের কাজে লাগানো এই ক্ষেত্রে অত্যন্ত জরুরি ছিল। তার কারণ কথা বলা, চলাফেরা–সব ক্ষেত্রেই বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করার একটা দায়িত্ব ছিল আমাদের এখানে। একটি বিশেষ আঞ্চলিক ডায়লেক্ট-এ কথা বলেছে এর পাত্রপাত্রীরা। সেটাতে অভিনেতাদের স্বচ্ছন্দ হওয়া অত্যন্ত জরুরি ছিল। করণ, অবিনাশ থেকে আশুতোষ বা রবি প্রত্যেকেই এই জায়গাটায় বিশেষ শক্তিশালী।

ক্রাইম থাকলেই সেখানে ল এন্ড অর্ডারের প্রসঙ্গ থাকবে। এই পথ ধরেই আসবে পুলিশ, প্রশাসন, আদালত এবং রাজনীতি ! এর ফলে কোনও বিতর্ক ? সাংবাদিকদের দেওয়া জবাবে নীরজ পরিষ্কার জানান, কোনও রকম সেনসেশন তৈরি করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা এখানে শুধু সত্যিটা তুলে ধরতে চেয়েছিলাম। সাদাকে সাদা, কালোকে কালো বলতে চেয়েছি। যেটা করতে চেয়েছি, সেটা সৎভাবে ছাড়া করা সম্ভব নয়। আমরা সেটাই করেছি। শুধু তাই নয়, আঞ্চলিক পরিসরে ডায়লেক্ট বজায় রাখতে গিয়ে আমরা এমন কিছু অশ্লীল শব্দের প্রয়োগ করিনি,যা পরিবারের সঙ্গে একসাথে বসে দেখা যায় না।

Images 1
ওয়েব দুনিয়ায় সাড়া ফেলবে নীরজ পাণ্ডের খাকি : দ্য বিহার চ্যাপ্টার 7

একাধারে আঞ্চলিক ও আন্তর্জাতিক দর্শককে মাথায় রেখে এই সিরিজ নির্মিত। নীরজের কথায়, অঞ্চলভিত্তিক হওয়া সত্বেও কিছু সমস্যা বা আবেগ সারা বিশ্বেই প্রতিভাত হয় একই রঙে। ‘খাকি : দ্য বিহার চ্যাপ্টার’-ও তার বাইরে নয়। ২০০৪-এর বিহার। সেখানে লোকাল মাফিয়া ডন চন্দনের সঙ্গে ঝামেলা বাঁধে আইপিএস অমিত লোধার। ব্যস শুরু হয় যুদ্ধ ! একজন সুপার কপ ও একজন সুপার ভিলেনের জন্ম হয় এই যুদ্ধকে ঘিরে। অপরাধ চূড়ান্ত সন্ত্রাসের আকার নেয়। পুলিশের খাকি উর্দির ক্ষমতা যেন এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় ! সেই সত্য ঘটনার আলোতেই প্রস্তুত এই সিরিজ। অপরাধ, প্রশাসন, অসাধুতা ও রাজনীতি যখন বিষয়, তখন নীরজের মতো স্রষ্টার হাতে সেটা কতটা খোলতাই হয়, সেটা আমরা এর আগে সিনেমায় দেখেছি। ‘খাকি : দ্য বিহার চ্যাপ্টার’-এর হাত ধরে ওয়েব দুনিয়ার দর্শক সেই স্বাদ পেতে চলেছেন।