কাজলের সঙ্গে ফটোশুট নয়
বলিউডের হট জোড়ি, পর্দায় ওঁদের রোমান্স বহু হিট ছবির জনক। সেইসব ছবির স্টিল বিনোদন ম্যাগাজিনের পাতায় পাতায় শোভা বর্ধন করে। বহু গসিপ কাহিনির জন্মও হয় তাঁদের নিয়ে বারবার। তবে, সেসব নিছকই কাহিনি। শাহরুখ ও কাজল দু’জনেই বাস্তব জীবনে যে যাঁর দাম্পত্যে একাগ্র ও সুখী। আর এই জায়গাটায় কোনও বাতুলতা বরদাস্ত করেন না ওঁরা। বিশেষত, শাহরুখ তো খুবই সিরিয়াস এই ব্যাপারে। সম্প্রতি একটি ম্যাগাজিন বলিউড বাদশাকে প্রস্তাব দেয় এক ফটোশুটের, যেখানে তাঁকে কাজলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে পোজ দিতে হবে। প্রস্তাবে রাজি হওয়া দূর, শাহরুখ অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেন ম্যাগাজিন কর্তৃপক্ষের প্রতি। তাঁর কথায়, আমি কাজল ছাড়াও আরও অনেক নায়িকার সঙ্গে কাজ করি। একা কাজলের সঙ্গে ফটোশুট করলে অন্যরা অসম্মানিত হবে। তাঁদের দুজনের রসায়ন ভালো। এর অর্থ এই নয় যে, বাকিরা ফেলনা !!