Wednesday, November 13, 2024
প্রজ্ঞা পাবলিকেশন

চন্দ্রপ্রভা- একলা মেয়ের বারোমাস্যা|শরণ্যা মুখোপাধ্যায়|পাঠপ্রতিক্রিয়া

জানালেন – স্বাগতা চট্যোপাধ্যায়

বই – চন্দ্রপ্রভা- একলা মেয়ের বারোমাস্যা

জঁর – ইনফো – ফিকশন

লেখক – শরণ্যা মুখোপাধ্যায়

প্রকাশক – প্রজ্ঞা পাবলিকেশন

মুদ্রিত মূল্যঃ ৩৫০/-

সতীদাহের মতো জিয়ন দাফন বলেও একটি বিষয় ছিল ষোড়শ শতকে। ঘটনাটির কথা কোথায় শুনেছিলাম বা পড়েছিলাম, তা এখন মনে নেই। কিন্তু মনে করালেন লেখিকা শরণ্যা মুখোপাধ্যায়, তাঁর “চন্দ্রপ্রভাঃ একলা মেয়ের বারোমাস্যা” উপন্যাসে।

“চন্দ্রপ্রভা” শুধুমাত্র একটি আখ্যান নয়, এই উপন্যাস একটি নারীর শিল্পী হয়ে ওঠার কাহিনী। চন্দ্রাবতীর লিখিত রামায়ণের কথা আমরা জানি। ষোড়শ শতকের বাংলার প্রথম নারী কবি তিনি। তাঁর জীবন নিয়েই এই উপন্যাসের মূল কাহিনী গড়ে উঠেছে। তার সঙ্গে রয়েছে সে সময়ের সমাজ আর ইতিহাসের টুকরো টুকরো ছবি। তাই হয়ত এই উপন্যাসের ভাষা অন্যরকম। এই ভাষাকে Poetic Prose বলা চলে। পালাগানের মাধুর্য মাথায় রেখে এটি রচিত বলেই আমার মনে হয়েছে। শরণ্যা-বিরচিত চন্দ্রাবতীর এই আখ্যান নিজের দাবিতেই স্বতন্ত্র। প্রথম বাঙালি নারী রামায়ণ রচয়িতার এই গল্পে সীতার ত্যাগ ও অপেক্ষা, তাঁর ধৈর্য্য ও চারিত্রিক দৃঢ়তা কোথাও গিয়ে চন্দ্রপ্রভার সঙ্গে এক হয়ে মিশেছে। সে হেরেছে, সে অনাথবৎ মাটিতে মিশে গেছে। আবার শূন্য থেকেই ফিনিক্স পাখির মতো ডানা মেলে, নিজের আকাশ, নিজের বিস্তার খুঁজে নিয়েছে।

আমার অসামান্য লেগেছে কথনের ভাষা ও শৈলী। বারোমাস্যার আকারে ধরা রয়েছে পর্বগুলি। এই গল্পের ন্যারেটিভে ভাগ করা রয়েছে বাংলার তিথি, মাস ও ঋতু। অলংকরণ হিসাবে প্রতি পর্বে পটচিত্রগুলিও দুর্দান্ত। প্রতিটা ভাগের সঙ্গেই জড়িয়ে চন্দ্রপ্রভার জীবন ও তার বিকাশ। প্রেম ও বিষাদ। সে যেন শকুন্তলার মতো প্রকৃতির সন্তান, কাব্যের কন্যা। বড়ো অদ্ভুত তার জীবনের গতিপথ। ব্যর্থ ও উত্তীর্ণ, একই সঙ্গে। সিনেমার মতো, কবিতার মতোও বটে। লেখিকার গল্প বলার ধরণ, পুরনো দিনের কথক ঠাকুরের মুখে মুখে ফেরা পালার মতো সাবেকি, কিন্তু ঝরঝরে।

আরেকটি কথা না বললেই নয়। এই বইয়ের মেকিং জাস্ট অসাধারণ। আমি লেখিকার পোস্টে বইয়ের মেকিং নিয়ে কিছু ভিডিও দেখেছিলাম বটে, কিন্তু তখন শুনে বুঝতে পারিনি যে কেমন বই হতে চলেছে এটি। মেকিং-এর কোনো পুরস্কার থাকলে তা এই বইটির পাওয়া উচিত। ধ্রুপদী কনটেণ্টের বইয়ের উপযুক্ত প্রচ্ছদ ও অলংকরণ হয়েছে। পাতায় পাতায় পূর্ববঙ্গীয় সরাশিল্পের আকারে গল্পকে যেভাবে ধরা হয়েছে, তা এককথায় অনবদ্য।

শেষে বলি, এই গোটা উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো, এখানে একটি গল্পের মধ্যে আরেকটি গল্প রয়েছে। একটি জীবনের গল্প আরেকটি প্রেমের গল্পে মিশে গিয়েছে। ইতিহাসের সঙ্গে মিশেছে কবিতা। প্রভার জীবনের ঘটনার সঙ্গে ফ্ল্যাশব্যাকে ঘটে যাওয়া ঘটনা সমান্তরালে এগিয়ে চলে। পাঠক সময়ের সঙ্গে সঙ্গে চন্দ্রপ্রভার জীবনের গল্পে নিজের অজান্তেই জড়িয়ে পড়েন। বাংলা ভাষায় নতুন প্রজন্মের লেখকের মধ্যে অনেকদিন পর ক্লাসিক উপন্যাসের স্বাদ পেলাম।

আমার পাঠ শুভ হল।

—————————-

প্রাপ্তিস্থানঃ

  • প্রজ্ঞা পাবলিকেশনের নিজস্ব বিপণী। বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, প্যারামাউন্টের ঠিক বিপরীতে।
  • ঘরে বসেই বইটি হাতে পাওয়ার জন্য WhatsApp করুন 9147364898 – এই নম্বরে।

অন্যান্য প্রাপ্তিস্থান –

  • দে বুক স্টোর (দীপুদা)
  • জানকী বুক ডিপো (সুখরঞ্জন দা)
  • বইবন্ধু