Thursday, March 13, 2025
কৃষ্টি-Culture

জমজমাট ননস্টপ আড্ডা

আজ সন্ধ্যায় আড্ডার অতিথি হিসেবে থাকবেন শর্বরী ব্যানার্জি আচার্য। শর্বরী উত্তরবঙ্গের একটি স্কুলের প্রধান শিক্ষিকা ও একজন বাচিকশিল্পী। শুনব তাঁর শিক্ষক জীবনের নানা অভিজ্ঞতা। কথা ও কবিতায় জমে উঠবে এই সন্ধ্যা। কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে গত শুক্রবার আয়োজিত হয় আমাদের বিশেষ নিবেদন ‘চেতনায় নজরুল’ ! অতিথিরা ছিলেন সাংবাদিক ও বাচিকশিল্পী লিপি চক্রবর্তী এবং সঙ্গীতশিল্পী ও শিক্ষক লপিতা ভট্টাচার্য। আবৃত্তি, পাঠ ও গানে স্মরণীয় হয়ে ওঠে সন্ধ্যাটি। আগামী ১৪ই জুলাই ননস্টপ আড্ডায় উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ঈশিতা দাস অধিকারী। অনুষ্ঠানের শিরোনাম ‘অনুভবে কবিতা’। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।