Monday, February 3, 2025
ওয়েব-Wave

দাবাং স্টাইলে ‘বিগ বস ওটিটি ২’-এর অন্দরে ভাইজান

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। মাত্র দু’সপ্তাহেই বিতর্কের ঝড় ‘বিগ বস ওটিটি ২’-এর অন্দরমহলে। লিখেছেন সোমনাথ লাহা

তাঁর চেনা ‘দাবাং’ স্টাইলেই ওয়েব ময়দানেও হাজির ভাইজান। একদিকে তাঁর জোভিয়াল মুড! অন্যদিকে প্রয়োজনে কড়া কথা বলতে কাউকেই ছাড়ছেন না সল্লু মিঞা। এমনিতে শোয়ের ফরম্যাটের সঙ্গে তাল রেখেই মশলায় ভরপুর ‘বিগ বস’-এর অন্দর। আর বিতর্ক তো এই শোয়ের অন্যতম ইউএসপি। তবে, শোয়ের জান একজন‌ই, সলমন খান! তাঁকে ছাড়া এই শো অসম্পূর্ণ।

‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজন এবার। ‘বিগ বস ওটিটি ২’ স্ট্রিমিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জিও সিনেমায়। প্রতিদিন জিও সিনেমা অ্যাপে রাত ৯টায় লাইভ স্ট্রিমিং হচ্ছে এই শোয়ের। গত সিজনে সলমন খানের কোভিড হ‌ওয়ায় সঞ্চালকের দায়িত্ব সামলে ছিলেন করণ জোহর। এবারে সঞ্চালনার দায়িত্বে আবার সলমন। প্রসঙ্গত, টেলিভিশনে সম্প্রচারিত ‘বিগ বস’-এর সংক্ষিপ্ত সংস্করণ এটি। স্যাটেলাইট চ্যানেলের বদলে ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে। ওটিটি ফরম্যাটে প্রথমবার কোনও শোয়ের সঞ্চালনা করছেন সলমন। এবার শোয়ের প্ল্যাটফর্ম থেকে সঞ্চালক সবকিছুতেই রয়েছে পরিবর্তনের ছোঁয়া।

সলমনকে ওটিটি-তে পেয়ে রীতিমতো খুশি দর্শকরা। যদিও একসময় শোনা গিয়েছিল, তিনি ছেড়ে দিচ্ছেন বিগ বস। সঞ্চালনা করবেন না বলে জানিয়েও দিয়েছিলেন। কাজের চাপের প্রসঙ্গ‌ও তুলেছিলেন। তবে, ভাইজানকে ধরে রাখতে তাঁকে ১০০০ কোটি টাকা পারিশ্রমিক দিতে পিছপা হয়নি চ্যানেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে ভারতের সবচেয়ে দামী সঞ্চালক সলমন। ওটিটি প্ল্যাটফর্মে বিগ বসের দ্বিতীয় সিজন নিয়ে ভাইজান বলেছেন,”আমি টেলিভিশন বা ওটিটির মধ্যে তেমন কোন‌ও পার্থক্য দেখি না।” এক‌ইসঙ্গে এটাও জানান, ভারতীয় সংস্কৃতিকে আঘাত করে, এমন কোন‌ও কিছুই তিনি বরদাস্ত করবেন না।

Images 10
দাবাং স্টাইলে 'বিগ বস ওটিটি ২'-এর অন্দরে ভাইজান 11

‘বিগ বস ওটিটি ২’-তে অংশগ্রহণকারী ১৩ জন প্রতিযোগীর তালিকাটি বেশ চমকপ্রদ। রয়েছেন বলিউডের একদা স্টার অধুনা পরিচালক পূজা ভাট, জনপ্রিয় সঞ্চালক-অভিনেতা সাইরাস ভারুচা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনীষা রানী, দুবাইয়ের জনপ্রিয় মডেল জাদ হাদিদ, ইউটিউবার অভিষেক মালহান, ইনস্টাগ্রাম ফানি ভিডিও মেকার পুনীত সুপারস্টার, বলিউড অভিনেতা ন‌ওয়াজুদ্দীন সিদ্দিকীর স্ত্রী আলিয়া সিদ্দিকী। এছাড়াও রয়েছেন অবিনাশ সচদেব, ফলক নাজ, জিয়া শঙ্কর, বেবিকা ধ্রুবে, পলক পুরস‌ওয়ানি, আকাঙ্ক্ষা পুরী-র মতো টেলিভিশন তারকারা। এঁদের মধ্যে তিনজন অবশ্য ইতিমধ্যেই অন্দর ছেড়ে বাইরে চলে গেছেন।

টেলিভিশনের মতোই এখানেও রয়েছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি। কিছু সেলেবরাও আসবেন শো-এ। বিশেষ অতিথি হিসেবে ঘরে এন্ট্রি নিয়েছেন তাজকিস্তানের জনপ্রিয় বামন গায়ক আবদু রোজিক। ইনি গতবারের একজন প্রতিযোগী ছিলেন। এবারের সিজনে বিগ বস হাউসের আসবাবপত্র তৈরি হয়েছে রিসাইকেল প্রোডাক্ট দিয়ে। দর্শক সরাসরি ঘরে থাকা প্রতিযোগীদের গেম নিয়ন্ত্রণের সুযোগ দেবে। প্রতিযোগীদের জন্য অনন্য পরিস্থিতির সৃষ্টি করতে পারবে দর্শকরা। হাউজমেটদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি সাপ্তাহিক রেশন দেওয়ার ক্ষেত্রেও জনতার মত নেওয়া হবে। এছাড়াও প্রতিযোগীদের টাস্ক দিতে পারবে দর্শক। স্পট এলিমিনেশনের সিদ্ধান্তও দর্শকদের হাতে।

Images 11 1
দাবাং স্টাইলে 'বিগ বস ওটিটি ২'-এর অন্দরে ভাইজান 12

ইতিমধ্যেই ঘর থেকে বেরিয়ে গেছেন পুনীত সুপারস্টার। প্রথম থেকেই তাঁকে নিয়ে শুরু হয় বিতর্ক। ঘরে ঢোকার পর থেকেই নিয়ম ভাঙার খেলায় মাতেন তিনি। তাঁর অদ্ভুত কান্ডকারখানা দেখে বিগ বস-এর তরফে পুনীতকে সতর্ক করা হলেও, কর্ণপাত করেননি তিনি। অগত্যা শো থেকে বিদায় ! মাত্র ১০ দিনেই ‘বিগ বস ওটিটি ২’-এর ঘর ছাড়েন ন‌ওয়াজ পত্নী আলিয়া। নিজস্ব পরিচয় তৈরি করতেই শো-এ অংশগ্রহণ করেছিলেন তিনি। তবে, ঘরে এসেই নওয়াজ়ের সঙ্গে গার্হস্থ্য হিংসার প্রসঙ্গ বারংবার তুলেছেন আলিয়া। দাম্পত্যজীবন নিয়ে অতিরিক্ত চর্চার কারণে শো-এর সঞ্চালক সলমনের কাছে হুঁশিয়ারিও শুনেছিলেন। এক এপিসোডে সলমন তাঁকে সাফ জানান, ব্যক্তিগত জীবনের কাসুন্দি ঘাঁটার জায়গা এটা নয়। শুধু সলমন নয়, আলিয়ার উপর বিরক্ত হয়ে তাকে বহিস্কারের জন্য মনোনীত করেন পূজা ভাট‌ও। পূজা স্পষ্টত বলেন,  “বিয়ে আমারও ভেঙেছে। অনেক মহিলারই সংসার টেকে না। কিন্তু সেই এক‌ই কথা ঘ্যানঘ্যান করলে মানুষ তাই শুনে ক্লান্ত হয়ে পড়েন। সব সময় নিজেকে বেচারি প্রতিপন্ন করার চেষ্টা ছেড়ে দিলে ভবিষ্যতে অনেক উন্নতি হবে।” সপ্তাহের মাঝেই ঘর ছাড়েন আলিয়া।

‘বিগ বস ওটিটি ২’-তে বিতর্কের শীর্ষে পৌঁছে ঘর ছাড়েন আকাঙ্ক্ষা পুরী। এবারের সিজনে আকাঙ্ক্ষা ও জাদ হাদিদের ৩০ সেকেন্ডের চুম্বন-দৃশ্য রীতিমতো ভাইরাল বিগ বসের ক্যামেরার মাধ্যমে। জাদ হাদিদ আর‌ও একধাপ এগিয়ে বেবিকা ধ্রুবেকে তার নিতম্ব‌ দেখিয়ে অশালীন আচরণ করেন। এহেন পরিস্থিতিতে মেজাজ হারান সলমন‌ও। সপ্তাহ শেষে প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাতে শো ছাড়ার ইঙ্গিত অবধি দেন ভাইজান!  ‘উইক‌এন্ড কা বার’ এপিসোডে সলমন বলেন,”তোমরা যা করেছ, তাঁর জন্য ক্ষমা চাইতে হবে না। আমি তোয়াক্কা করি না এই ক্ষমা প্রার্থনার। আমি বেরিয়ে যাচ্ছি এই শো থেকে।” জাদকেও একহাত নেন ভাইজান। বলেন “এসব গিয়ে আবু ধাবিতে করবেন। জিসিসি বেল্টে গিয়ে এসব কাজ করে দেখবেন। সৌদি আরবে করে দেখবেন এটা।” সলমনের ধমকে জাদ সুর পাল্টে বলেন, “আমি সম্পূর্ণ দোষ নিজের ওপর নিচ্ছি। আমি গোটা ভারত, আপনাদের সবার কাছে, এই বাড়ির প্রতিটা সদস্যের কাছে ক্ষমাপ্রার্থী।’’

Images 92
দাবাং স্টাইলে 'বিগ বস ওটিটি ২'-এর অন্দরে ভাইজান 13

সলমন শো না ছাড়লেও, এহেন চুম্বনকান্ডের ফলে  আকাঙ্ক্ষাকে শেষ পর্যন্ত বিগ বসের ঘর ছাড়তে হলো। অপরদিকে সমস্ত কাণ্ডের মূলে যিনি রয়েছেন, সেই জাদ হাদিদকে এদিন ভাইজান কড়া শাস্তি শোনান। তাঁর নাম আগামী সপ্তাহে নমিনেশনে থাকবে। দু’সপ্তাহেই যেভাবে ‘বিগ বস ওটিটি ২’ -র ঘরে ঝড় উঠেছে, তাতে আগামী দিনে যে তুফান উঠবে, তাতে সন্দেহ কী! আর সেদিকেই তাকিয়ে রয়েছেন ওয়েব দর্শকরা। যখন এই প্রতিবেদন লিখছি, মোটামুটি তখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতেই জানালাম সব। পাঠক অন্দরের খেলার মজা পূর্ণমাত্রায় দেখতে চোখ রাখুন জিও সিনেমা অ্যাপে।