দেব-শুভশ্রী ও প্রজাপতি
দেবের ছবি ‘প্রজাপতি’ প্রসঙ্গে উচ্ছ্বসিত শুভশ্রী। পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী শুভশ্রীর সঙ্গে দেবের একদা ঘনিষ্ঠতার ব্যাপারে সকলেই ওয়াকিবহাল। সেই সময় টলিউড পাড়ায় লোকজনের মুখে মুখে ফিরতো দেব-শুভশ্রীর প্রেম। বিষয়টা ছিল যাকে বলে ওপেন সিক্রেট। রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ ছবিটি থেকেই বাংলার দর্শক এক অন্য শুভশ্রীকে পেয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি ‘ডক্টর বক্সি’। সেই ছবির প্রচারে এসেই দেবের ‘প্রজাপতি’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। তাঁর কথায়, টলিউডে এখন ইতিবাচক হাওয়া। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘প্রজাপতি’। যদিও শুভশ্রীর বক্তব্য, ইন্ডাস্ট্রির সদস্য হিসেবেই দেবের ছবি নিয়ে তাঁর এই ভালো লাগা। ভাবটা এমন, যেন, লোকজন মনে না করেন, প্রযোজক-অভিনেতা দেবের ‘প্রজাপতি’ প্রসঙ্গে তাঁর উচ্ছ্বাস প্রাক্তন প্রেমিকা হিসেবে। আদতে, প্রেম ভেঙে গেলেও সৌহার্দ্য টিকে থাকা একালের রীতি। সিনেমা জগতে তো সেটা আরও বেশি। দেব-শুভশ্রীর সম্পর্কেও এখন তাই শুধুই বন্ধুত্ব !