Sunday, May 19, 2024
৫ফোড়ন

মেগার আসা-যাওয়ায় ব্রাত্য দর্শক

নতুন ধারাবাহিক মানেই পুরোনোর ছুটি, নাকি পুরোনোকে ছুটি দেবার জন্যই নতুন শুরু ! মেগার দীর্ঘসুত্রিতা একটা সময় আমাদের বিরক্তির কারণ হতো। কী বাংলা, কী হিন্দি, সবক্ষেত্রেই বছরের পর বছর চলা মেগার ধাক্কায় সমালোচকদের পাশাপাশি সাধারণ দর্শকও সমালোচনায় মুখর হতেন। হঠাৎ করেই কোভিড পরবর্তী সময় থেকেই পরিস্থিতি যেন বদলে গেল। টিআরপির চক্কর না প্রযোজক-চ্যানেলের হিসেবে গরমিল নাকি অন্য কোনও জটিল কারণ–ইদানীং যখন-তখন বন্ধ হয়ে যাচ্ছে বাংলা ধারাবাহিক ! এমনকী জনপ্রিয় ধারাবাহিকের ক্ষেত্রেও এমনটা ঘটছে ! কোথাও একেবারে বন্ধ, কোথাও সময়ের পরিবর্তন। দ্বিতীয়টি এমন, যেন বলা হচ্ছে, তোমার রিপোর্ট কার্ড ভালো নয়, তাই এই শাস্তি ! এরই পাশাপাশি গল্পে গোঁজামিলের ব্যাপারটি তো আছেই। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বাঙালি তথা ভারতীয় সংস্কৃতির সঙ্গে সঙ্গে দূর দূর পর্যন্ত কোনও সম্বন্ধ নেই, এমন কাণ্ড আপনি অহরহ দেখতে পাবেন মেগার রূপরেখায়। দেখেশুনে মনে হয়, দর্শক ছাড়া বাকি সকলেরই গুরুত্ব রয়েছে এই ইন্ডাস্ট্রিতে।