Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

নোটো থিয়েটার ট্রুপের নাটক ‘দিনান্তে’

নোটো থিয়েটার ট্রুপ তাদের সাত বছরের জন্মদিন উদযাপন উপলক্ষে মিনার্ভা থিয়েটারে গত ২২শে জুলাই নিবেদন করল নাটক ‘দিনান্তে’। মননশীল নিবেদন। নাট্যপ্রেমী দর্শককে শুধু তৃপ্ত করে না, ভাবার অবকাশ রেখে যায়। নাটকের বিষয় হাজার বছরের পুরনো আমেরিকান ক্রি উপজাতির জীবনদর্শন। এরই পাশাপাশি বানপ্রস্থ ও বার্ধক্যের একাকীত্ব, কৃষির উপযোগিতা ইত্যাদি  সমকালের প্রসঙ্গও এসেছে অনিবার্য ও স্বতঃস্ফূর্ত গতিতে৷

এই নাটকের কাজ শুরু হয় ২০২০ সালে, অতিমারী কালে৷ দীর্ঘ সময়ের শ্রমের ফসল এই নাটক ৷ প্রসঙ্গত, মিনার্ভা থিয়েটারেই নাটকটির প্রথম শো হয়। নাট্যকার অলোককুমার বসু। নির্দেশনা অমর চট্টোপাধ্যায় ও ময়ূরী মিত্র। মঞ্চ, আবহ, পোশাক, গানের কথা-সুর অমর চট্টোপাধ্যায়। মঞ্চের গান ময়ূরী মিত্র। আলো সুদীপ সান্যাল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রত্না নাথ, দীপাঞ্জন মণ্ডল, অতসী ভট্টাচার্য, স্বপ্নজিত দে, সৌম্যাভ বিষ্ণু, ঋষভ বিশ্বাস, অমর চট্টপাধ্যায় ও ময়ূরী মিত্র৷

                                                   নিজস্ব প্রতিনিধি