Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

প্রকাশিত হল নন্দিতার পুজো উপহার বাংলা আধুনিক গান

রবীন্দ্রসংগীত এর পর এবার নন্দিতার কণ্ঠে শোনা যাবে মৌলিক বাংলা গান। পুজোর আগে, পুজোর উপহার হিসেবে, শিল্পী নন্দিতা তাঁর শ্রোতাদের জন্য নিয়ে এলেন একটি অসাধারণ বাংলা আধুনিক গান।গত ১লা অক্টোবর,২০২১ শিল্পী নন্দিতার কণ্ঠে মুক্তি পেল বাংলা আধুনিক গান ‘তুমি কাছে এলে’।এই গানটি লিখেছেন রাজীব দত্ত এবং সুর করেছেন প্রখ্যাত সুরকার অমিত বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, ১লা অক্টোবর এই গানটির চিত্রায়নও নন্দিতা এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে অক্টোবর প্রকাশিত হল ।সুরকার অমিত বন্দ্যোপাধ্যায় নন্দিতার এই গান নিয়ে খুব আশাবাদী। তিনি বলেন ‘রবীন্দ্রসংগীতের মতো মৌলিক বাংলা গানেও নন্দিতা নিজের স্বকীয়তা বজায় রাখতে পারবে বলে আশা রাখি’। তিনি আরো বলেছেন , শ্রোতারা নন্দিতার এই গানটি খুব পছন্দ করবে। গীতিকার রাজীব দত্ত বলেন, ‘এই মৌলিক বাংলা গানটি শিল্পীর কণ্ঠে অসাধারণ হয়ে উঠেছে। সাহসী শিল্পী নন্দিতার এই নতুন পথ চলায় পাশে থাকার আনন্দ টাই আলাদা । যেখানে শিল্পীর হাতের অস্ত্র শুধুমাত্র তার এই প্রথম মৌলিক বাংলা গান…. সেখানে শিল্পী শ্রোতার হৃদয়ে স্থান পেয়ে গেলেই ভালো লাগা দ্বিগুন হয়ে যায় । সাহসী শিল্পী নন্দিতা কে আমার আন্তরিক অভিনন্দন । তিনি যেন জয়লাভ করেন’।
ওটিটি সলিউশন্স প্রাইভেট লিমিটেড এই গানটির ডিজিটাল প্রমোশন এর দায়িত্বে রয়েছে । গানটি ইউটিউব চ্যানেলের পাশাপাশি সকল ডিজিটাল স্টোরেও পাওয়া যাবে। এছাড়া এয়ারটেল, জিও এবং ভোডাফোন ব্যবহারকারীরাও গানটিকে কলার টিউন হিসেবে ব্যবহার করতে পারবেন। মুক্তির প্রথম দিনেই নন্দিতার বাংলা আধুনিক গান অনেক দর্শকের হৃদয় ছুঁয়েছে । এই ধরনের নতুন গান উপহার দেওয়ার জন্য নন্দিতার প্রতি রইল অনেক শুভকামনা।
শ্রোতা ও দর্শকদের কাছে মিউজিক ভিডিও টি পৌঁছে দেওয়ার জন্য নিচে ইউটিউব লিংক টি দেওয়া হলো: