পাঁচ থেকে পঁচিশ
শিরোনাম দেখেই বেশ চমক লাগে। মলাটেই এমন রহস্য, ভিতরে না জানি কী কী আছে! সম্প্রতি হাতে এসেছে শ্রুতিনাটকের সংকলন ‘পাঁচ থেকে পঁচিশ’–সংকলন ও সম্পাদনা সৌম্যেন বসু। মুখবন্ধে যেতেই নামের মাহাত্ম্য হৃদয়ঙ্গম হলো। সম্পাদকের ভাষাতেই বলি, ‘কমবেশি পাঁচ থেকে পঁচিশ মিনিট ব্যাপী সময়সীমার নাটকগুলিই স্থান পেয়েছে এখানে’। সেই সূত্রেই এহেন নামকরণ। উল্টেপাল্টে দেখি। কিছু লেখকের নাম জানা। অচেনা নামও কয়েকটি আছে। প্রচেষ্টাটি কুর্নিশযোগ্য। নতুনরা উৎসাহ পাবেন। তবে, নতুন হলেও লেখার মানে ফেলনা নন তাঁরা।
মোট ২০টি নাটক সংকলিত বইটিতে। প্রতিষ্ঠিত হন বা নতুন লেখক, নাটকগুলির বিষয়বৈচিত্র্য চমকপ্রদ হওয়ার মতো। বিষয় নিশ্চিতভাবে ফরমায়েশ করা ছিল না। তবে, সম্পাদকের কৃতিত্ব এটাই, তিনি জানতেন, কার কাছ থেকে কোন সম্ভার পাবেন। এর ফলে যেটা হয়েছে, পড়তে গিয়ে পাঠক সেই বৈচিত্র্য, মজা, আমোদ এবং মানবিক আবেগের বহু অভিমুখ আবিষ্কার করবেন। আছে মৌলিক নাটক। গল্প অবলম্বনে সৃষ্ট নাটকও সংকলিত এখানে। লেখাগুলি গতিসম্পন্ন, পাঠকের আগ্রহ কোথাও ধাক্কা খায় না। এর অর্থ, যাঁরা এই নাটকগুলির শ্রুতি অভিনয় করবেন তাঁরা এবং যাঁরা শুনবেন–সকলেই নিজেদের মতো করে রসদ খুঁজে পাবেন।
শ্রুতিনাটক আজকের পারফর্মিং আর্টের অন্যতম প্রধান অঙ্গ। কিন্তু যথোপযুক্ত সংকলনের অভাব বহুবার অনুভূত হয়েছে। এই সংকলন সেই অভাব খুব সুন্দরভাবে পূরণ করবে। নির্ভুল ছাপার ঝকঝকে বইটি পড়তে বেশ লাগে। বিভাস চক্রবর্তীর করা প্রচ্ছদটি চমৎকার। প্রকাশক জ্ঞানদর্পণ নিঃসন্দেহে ধন্যবাদ পাবেন এমন গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় ও মনোরম বইটি প্রকাশের জন্য। দাম ২০০ টাকা মাত্র। সবশেষে সম্পাদক সৌম্যেন বসুকে অভিনন্দন, এমন এক সংগ্রহযোগ্য সংকলন প্রস্তুতির উদ্যোগ নেওয়ার জন্য। সংগ্রহের জন্য যোগাযোগের নম্বর 9477107988.