পাঠান : ‘জিরো’ থেকে হিরো হবেন কী কিং খান ?
লিখেছেন অজন্তা সিনহা
শেষ মুক্তিপ্রাপ্ত ‘জিরো’-র ধাক্কায় যথেষ্ট কাবু হওয়ার ফলেই সম্ভবত ব্রেক নেবার সিদ্ধান্ত নেন বলিউডের এক ও অদ্বিতীয় বাদশা। বাদশা বলুন বা কিং, আদতে জনতার বিচার মেনে নিতেই হয় সবাইকে। ২০১৮-র পর ২০২২–মাঝের সময়টা সারা বিশ্বেই এমন এক কঠিন প্রহর ছিল, যা কাটতেই চাইছিল না। অতিমারী ও তার ফুটস্টেপ ধরে লকডাউন। কাজকর্ম বন্ধ। এরই মধ্যে বাদশার আবার গোদের ওপর বিষফোঁড়া–ছেলে আরিয়ানের বিরুদ্ধে ড্রাগচক্রে জড়ানোর অভিযোগ। শাহরুখ তাঁর কেরিয়ারের শুরুতে কঠিন লড়াই করেছেন, সে গল্প সকলেরই জানা। কিন্তু আরিয়ানকে কেন্দ্র করে তাঁর লড়াইটা সম্ভবত তার চেয়ে কিছু কম ছিল না। অসম্ভব প্রাণবন্ত, হাসিখুশি মানুষটি একদিন কার্যতই ভেঙে পড়েছিলেন মিডিয়ার সামনে।
যাই হোক, সেসব দিন অনেকটা পিছনে ফেলে এসে এখন তিনি ‘পাঠান’-এর আলোর মুখ দেখার অপেক্ষায়। এই মুহূর্তে বি টাউন অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একে তো অতিমারী পরবর্তী জটিলতা। একটু একটু করে ছন্দে ফিরছে ইন্ডাস্ট্রি। স্টুডিও, লোকেশন–সর্বত্রই কোভিড বিধি মেনে কাজ করতে গিয়ে কাজের গতি কিছুটা শ্লথ। হলে ছবি মুক্তির পরও কাঙ্খিত মাত্রায় ব্যবসা হচ্ছে না। প্রচুর আর্থিক ক্ষতির মুখ দেখেছে বলিউড। তা সত্ত্বেও কাজের রথের চাকা আবার চলছে, তাতেই খুশি সংশ্লিষ্ট সকলেই। এই সকলের মধ্যে তারকারাও পড়েন। ‘পাঠান’ নিয়ে শুরু থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন শাহরুখ। নিজের লুক থেকে ছবির প্রচার, কোথাও ত্রুটি রাখছেন না। ধাপে, ধাপে পোস্টার, টিজার, প্রোমো ইত্যাদির মাধ্যমে ‘পাঠান’ তার আগমনের বার্তা জানিয়েছে।
আর বার্তা জানার পর থেকেই উতলা কিং খানের ভক্তরা। তাদের জন্য ২০২৩-এর ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা সত্যিই কঠিন। শাহরুখ এখানে একই একশো। ‘পাঠান’ সর্বতোভাবে তাঁরই ছবি। তারপরও আছেন দীপিকা পাড়ুকোন। দীপিকা তাঁর লাকি চাৰ্ম। তাঁদের জুটির সব ছবিই হিট। আর দীপিকার ক্ষেত্রে শাহরুখ তাঁর প্রথম হিরো। জন আব্রাহাম এই প্রথম বলিউড বাদশার সঙ্গে এক ছবিতে। আছেন ডিম্পল কাপাদিয়া ও আশুতোষ রানা। যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। চিত্রনাট্য ও পরিচালনা সিদ্ধার্থ আনন্দ। মিউজিক বিশাল-শেখর। সিনেমাটোগ্রাফি বেঞ্জামিন জেসপার। আর্ট ডিরেকশন কৈলাশ সাহু। কসটিউম নীহারিকা জলি ও শালীনা নাথানি। সেট ডিরেকশন লী গর্ডন। একটা কথা, ব্যানারের দিক থেকে কমফোর্ট জোনেই আছেন শাহরুখ। যশরাজ ফিল্মস সেই যশ চোপড়ার আমল থেকেই বাদশার পৃষ্ঠপোষক। প্রসঙ্গত, এটি যশরাজদের সুবর্ণজয়ন্তী বর্ষ। সেদিক থেকে ‘পাঠান’ এক ঐতিহাসিক মুহূর্ত উদযাপনের সহযাত্রী বলা যায়।
নাম ভূমিকায় শাহরুখ। ভরপুর একশন-ড্রামা নির্ভর এ ছবি শাহরুখের ‘ডন’ ইমেজ মনে করিয়ে দিতে পারে। যদিও এর কাহিনিসূত্র একান্তই আলাদা। ‘পাঠান’ আদতে এক স্পাই থ্রিলার। একজন সিক্রেট এজেন্ট ও তার শত্রুর মধ্যে বোঝাপড়ার এই গপ্পে জন হয়েছেন ভিলেন। আর হ্যাঁ, ‘টাইগার’ সলমন খান আছেন এক ক্যামিও চরিত্রে। নানা অশান্তির পর্ব পেরিয়ে বলিউডের দুই খান আবার ফিরেছেন বন্ধুত্বে। তারই নিদর্শন স্বরূপ ভাইজানের ক্যামিও দর্শন। দেশবিদেশের নানা লোকেশনে শুটিং হয়েছে এ ছবির। এরমধ্যে স্পেনে টানা শুটিং চলেছে। শুটিংয়ের সময় সেখানকার পাপারাৎজিদের হাতে ধরা পড়েন শাহরুখ-দীপিকা। দীপিকা বিরক্ত হলেও কিং খান ম্যানেজ করেন। শেয়ারও করেন তিনি সেইসব ছবি। মিডিয়ার লোকজনকে কোনওদিনই চটান না বলিউড বাদশা। তাঁর মতো মিডিয়া ফ্রেন্ডলি বলিউডে আর কেউ আছেন কিনা সন্দেহ। তিনি জানেন, বিশেষত নতুন ছবি আসার আগে মিডিয়ার সমর্থন কতটা জরুরি।
টিজার মুক্তির পর থেকেই দিওয়ানা শাহরুখের ফ্যানকুল। লম্বা চুল ও দাঁড়ি, সঙ্গে মাচো লুক–দুরন্ত এটিটিউড। নিজের স্ক্রিন প্রেজেন্স নিয়ে বাদশা বারবার এক্সপেরিমেন্ট করেন। ‘ডন’ থেকে ‘রইস’–এবার ‘পাঠান’, নতুন অবতারে কতটা পর্দা কাঁপান তিনি, অপেক্ষায় তামাম দর্শক। এমনিতে এ ছবির সাফল্য নিয়ে সন্দেহ থাকার কথা নয়। শাহরুখের বন্ধু, কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান বলেছেন, ‘পাঠান’ ব্লকবাস্টার হতে চলেছে। স্বয়ং শাহরুখ বলেছেন, ‘পাঠান’ টাইম আসছে। তবু কোথাও একটা খিঁচ রয়েছে। ‘পাঠান’-এর কাছাকাছি সময়েই মুক্তি পাচ্ছে হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’। ঘটনাচক্রে এ ছবিরও পরিচালক সিদ্ধার্থ আনন্দ। বিষয়টা কী তাহলে এই দাঁড়ালো–সিদ্ধার্থ বনাম সিদ্ধার্থ, দীপিকা বনাম দীপিকা ও শাহরুখ বনাম হৃত্বিক ? আগামী বছরের জানুয়ারিতে খেলা যে চূড়ান্ত জমে উঠতে চলেছে, তাতে কোনও সন্দেহ নেই। এটা ঠিক ‘পাঠান’-এর হাইপ অনেক বেশি। তবে, প্রতিভায় তো হৃত্বিকও কম যান না। তাঁরও আছে পৃথক অনুরাগীবৃন্দ। আপাতত অপেক্ষা। ফল কী হবে, জানে সময়।