বিপ্লব ও শিল্পীর দ্বৈতকণ্ঠে ‘চলো যাই চলে যাই’
চলতি সপ্তাহে একের পর এক মনোমুগ্ধকর আয়োজন শ্রোতা দর্শকের দরবারে হাজির করে, রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল। তার মধ্যে অন্যতম হলো, বিশিষ্ট শিল্পী বিপ্লব ঘোষ এবং শিল্পী চ্যাটার্জির দ্বৈতকণ্ঠের সিঙ্গলস ‘চলো যাই চলে যাই’। গত ১৯শে আগস্ট মুক্তি পেয়েছে এই আধুনিক বাংলা গান। গানটি লিখেছেন ও মিউজিক কম্পোজ করেছেন বিপ্লব ঘোষ নিজেই। মিউজিক অ্যারেঞ্জমেন্ট, প্রোগ্রামিং এবং মিক্সিং করেছেন শুভাশিস চক্রবর্তী। এছাড়াও বিশেষ উপদেষ্টা হলেন গৌতম বন্দ্যোপাধ্যায়। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। তারুণ্যের আবেগ এই গানের প্রতিটি ছত্রে, ছন্দে ও সুরে। বলা বাহুল্য, শ্রোতাদেরও সেই আবেগ ছুঁয়ে গেছে পূর্ণমাত্রায়।