Monday, February 3, 2025
দর্পণে জীবন

বিশ্ব পিকনিক দিবস

জীবন নিজেই এক রঙিন জলছবি। চলার পথে কত না বাঁক! প্রতি মুহূর্তে সে নিজের রঙ বদলায়। উৎসব, পার্বণের মিলনমেলায় প্রতি পদক্ষেপে জীবন হয়ে ওঠে এক উদযাপন ! সেই বিচিত্র জীবনের কথা এই বিভাগে।

লিখেছেন মন্দিরা পান্ডা

কুয়াশারঙ জড়িয়ে চাদর

শীত কি তোকে করল আদর ?

মিঠেল হেসে সূয্যিমামা

গায়ে দিল শীতের জামা

বলল কি, চল, পিকনিক করি চল?”

শীতকাল মানেই চড়ুইভাতি থুড়ি পিকনিক। ‘চড়ুইভাতি’ শব্দটার চল এখন আর নেই বললেই চলে। কালেভদ্রে উৎসাহীজনের ফেসবুক দেওয়ালে স্টেটাস আপডেটে পোস্টানো ছবির ক্যাপশনেই কেবল চোখে পড়ে শব্দটি।  সে যাই হোক, কথা যখন ফিস্টির, তখন নামে কী আসে যায় ! বরং ভাবলেই বেশ একটা নির্মল আমোদের উচ্ছ্বাস উঠে আসে নস্টালজির পথ ধরে। সবই তো হলো, তা বাপু শীতকাল ছেড়ে এই ভরা বর্ষায় কেন বলতে আসা ?

পয়লা বৈশাখ, জামাইষষ্ঠী, রথযাত্রা–এসবের আবহে বঙ্গবাসী যখন গলদঘর্ম, ঠিক তেমন সময়েই ফুরফুরে মেজাজে শীতপ্রধান দেশের লোকেরা পিকনিকের আয়োজন করেন। এমনকি ১৮ই জুন দিনটিতে ‘বিশ্ব পিকনিক দিবস’ হিসেবে তারা সরকারি ছুটিও পেয়ে থাকেন।

Images 17
বিশ্ব পিকনিক দিবস 3

কেন এই দিনের প্রবর্তন বা কে করেন, সে বিষয়ে বিশেষ প্রমাণ পাওয়া যায় না। তবে শব্দটির উৎপত্তি ফরাসি শব্দভাণ্ডার থেকে হওয়ায়, অনুমান করা যায় ফ্রান্সেই সর্বপ্রথম এর প্রচলন হয়েছিল। ইতিহাস বলে, ফরাসি বিপ্লবের আগে বড়ো পার্কগুলিতে সাধারণ মানুষ প্রবেশ করতে পারতেন না। বিপ্লব পরবর্তী সময়ে সর্বসাধারণের জন্য পার্কের দরজা খুলে দেওয়া হয়। বস্তুত, সেখানে গিয়ে সবাই খাওয়া-দাওয়া ও হইহুল্লোড় করতেন। তাই বলা যায় পিকনিকের ভাবনা খানিকটা সেখান থেকেই।

কেউ কেউ মনে করেন পিকনিকের প্রচলন ভিক্টোরিয়ান যুগেরও হতে পারে। ভিক্টোরিয়ান যুগে পিকনিককে খুব গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান হিসেবে ধরা হতো। তারা ঘরের বাইরে একসঙ্গে সময় কাটাতেন। ভালো খাওয়া-দাওয়া করতেন। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় পিকনিকটি হয়েছিল ২০০৯ সালে পর্তুগালের লিসবনে। এতে প্রায় ২২ হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন।

পরিশেষে দীর্ঘশ্বাস। যতই ‘বিশ্ব পিকনিক দিবস’ সাগরপাড়ে পালিত হোক না কেন, বাঙালি আপাতত প্রবল আদ্রতাযুক্ত আবহাওয়ায় ভ্যাপসা গরম আর ঝড়বৃষ্টির দাপটে গলদঘর্ম ! পার্বণ অন্তঃপ্রাণ হয়েও, আপাতত এই হুল্লোড়ের জন্য কেবলই ডিসেম্বরের পানে চেয়ে থাকা। সখী শ্যাম না এল!

*ছবি প্রতীকী