Monday, February 3, 2025
৫ফোড়ন

ভাইজানকে গান শেখালেন ইওহানি

এক ‘মানিকে মাগে হিতে’-র ঝড়ে তোলপাড় গোটা বিশ্ব! লোকের মুখে মুখে ফিরছে এই গান, অনুবাদও হচ্ছে নানা ভাষায়। সেই ‘মানিকে…’ খ্যাত ইওহানি দিলোকা ডি সিলভা বিগ বসের ঘরে এলে যে সেখানেও তুফান উঠবে, তাতে আর সন্দেহ কী ! শ্রীলঙ্কার এই তরুণী একাধারে নানা গুণের একটি সমৃদ্ধ আধার। গান গাওয়া ছাড়াও, গান লেখা, প্রযোজনা করায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই মোস্ট পপুলার ইউটিউবার। টিকটকেও বেশ জাঁকিয়ে আছেন ইওহানি। এরই পাশাপাশি মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট এক্সপোর্ট-ইম্পোর্টের ব্যবসায় দেশের বেশ বড় নাম তিনি। এমন এক জাদুকরী ব্যক্তিত্ব ভাইজানের অতিথি হয়ে বিগ বসের ঘরে। চ্যানেলের টিআরপি যে রাতারাতি আকাশছোঁয়া হবে, কে না জানে ? তাঁর কণ্ঠের আবেদনের মতোই আকর্ষণীয় ইওহানির মিষ্টি হাসি। ভাইজানের মুখে ‘মানিকে…’ শুনে সেই হাসি মুক্ত ছড়ালো বিগ বসের সেটে। শোনা যাচ্ছে, হিন্দি ছবিতে প্লেব্যাক গাইবার তাগিদে জোর কদমে হিন্দি শেখায় মন দিয়েছেন ইওহানি। এখানেও কামাল করবেন তিনি, মনে করছে তাঁর তামাম ফ্যানকুল।