ভাইজানের জন্মদিনে ব্রাত্য রানি
ভাইজানের জন্মদিনের পার্টি বলে কথা ! ধামাকা তো হবেই। বলিউড তারকাদের অধিকাংশই আমন্ত্রণ পাবেন সেখানে, সেও জানা কথা। এত সব স্বাভাবিক ঘটনার মাঝে যদি তাঁর সাম্প্রতিককালের প্রিয় বন্ধু কঙ্গনা রানাওয়াত আমন্ত্রিত না হন, মিডিয়া তো হইচই করবেই। হলোও তাই। তাঁর ৫৭তম জন্মদিনের পার্টিতে সলমন খান কঙ্গনাকে নেমন্তন্ন করেননি জেনে সকলেই বেশ অবাক। এমনিতে তাঁরা দুজনেই একে অপরের প্রিয় বন্ধু বলে দাবি করেন। তাহলে, এমন ঘটার কারণ কী, এই প্রশ্ন তো উঠবেই ! এই তো, গত ঈদের কথা। সল্লু মিয়াঁর পার্টিতে প্রচুর মস্তি করে, বাড়ি ফিরেই টুইট করলেন কঙ্গনা, এখন আর নিজেকে একা মনে হচ্ছে না ইন্ডাস্ট্রিতে। ভাইজানকে দাবাং অফ বলিউড-ও বলেছিলেন তিনি সেদিন। তারপর ? তারপর আর কী? এই হলো বলিউড। এখানে বন্ধুত্ব, শত্রুতা কিছুই চিরস্থায়ী নয়।