মুক্তি পেল মনোময়ের ‘সে কি জানে’
উৎসবের আমেজে একের পর এক অসাধারণ গানের উপস্থাপনা নন-স্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে। মুক্তি পেল শিল্পী মনোময় ভট্টাচার্য্যের কন্ঠে বাংলা আধুনিক গান ‘সে কি জানে’। প্রযোজনায সৌমিতা মুভিজ। গানটির রচয়িতা তন্ময় সর্দার। সুরারোপ করেছেন সত্যম। গানের বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি দিব্যেন্দু ও তৃণা। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। গত ২৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে গানটি। ইউটিউবের পাশাপাশি সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মেও গানটি শোনা যাবে। মনোময় একজন সংবেদনশীল শিল্পী। তাঁর গায়কী বরাবরই শ্রোতাদের খুব প্রিয়। এই গানটিও তার ব্যতিক্রম নয়। সুরের পাশাপাশি গানের কথাও ব্যাপকভাবে প্রশংসিত। প্রোডাকশন হাউসের কাছে এই ধরনের আরও অনবদ্য সৃষ্টির অপেক্ষায় আঠারো থেকে আশির শ্রোতামহল।