রবীন্দ্রসংগীত শিল্পী নন্দিতা এবার পুজোয় নতুন আঙ্গিকে
রবীন্দ্রসংগীত মহলে বেশ সুপরিচিত নাম নন্দিতা । এতদিন শ্রোতাগণ তার কণ্ঠে শুনে এসেছেন মনোমুগ্ধকর সব রবীন্দ্রসংগীত। কিন্তু এবার শিল্পী নন্দিতা নিজেকে মেলে ধরবেন একটু অন্য আঙ্গিকে, অর্থাৎ শ্রোতাগণ তার কণ্ঠে শুনতে পাবেন একটি বাংলা আধুনিক গান । এই গানটির মধ্যে দিয়েই শিল্পীর মৌলিক বাংলা গানের জগতে প্রবেশ হতে চলেছে । পুজোর আগেই পুজোর উপহার স্বরূপ শিল্পী নন্দিতা তার শ্রোতাদের জন্য নিয়ে আসছেন অসাধারন এক বাংলা আধুনিক গান। আগামী ১লা অক্টোবর,২০২১ বিখ্যাত সুরকার শ্রদ্ধেয় শচীন দেব বর্মন এর জন্মদিনের দিন প্রকাশিত হবে শিল্পী নন্দিতার কণ্ঠে বাংলা আধুনিক গান ‘তুমি কাছে এলে’। এই গানটিতে কথা দিয়েছেন রাজীব দত্ত ও সুর আরোপ করেছেন প্রখ্যাত সুরকার অমিত ব্যানার্জি । একইসঙ্গে এই গানটির চিত্রায়নও প্রকাশিত হবে ১লা অক্টোবর,২০২১ নন্দিতা এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে । সম্প্রতি প্রকাশ পেল এই গানটির টিজার। সুরকার অমিত ব্যানার্জি নন্দিতার এই গানটি নিয়ে খুবই আশাবাদী । তিনি জানিয়েছেন রবীন্দ্রসংগীত আর আধুনিক গানের মধ্যে কোনো বিরোধ নেই, একজন শিল্পী রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গান এক সঙ্গে পরিবেশন করতেই পারেন । আর রবীন্দ্রসংগীতের মধ্যে কিছু কিছু অংশে যে আধুনিকতার প্রয়োজন সেটা নন্দিতার কণ্ঠে বর্তমান তাই নন্দিতা আধুনিক গান গাইতেই পারেন । একজন সুরকার হিসাবে তিনি শিল্পীর এই গানে ১০০ শতাংশ সন্তুষ্ট হতে পেরেছেন । এর আগে সুরকার অমিত ব্যানার্জির সঙ্গে অনেক কাজ করেছেন শিল্পী নন্দিতা । অমিত ব্যানার্জি ভবিষ্যতেও নন্দিতার পাশে থেকে একসঙ্গে আরো ভালো ভালো গান উপহার দেবার অঙ্গীকারও করেছেন । তিনি আরো বলেছেন ‘আমি সুনিশ্চিত যে নন্দিতার এই গান শ্রোতাদের খুবই ভালো লাগবে’। গীতিকার রাজীব দত্ত জানিয়েছেন শিল্পীর কণ্ঠে এই মৌলিক বাংলা গানটি অসাধারন হয়েছে । এছাড়াও বহু বিশিষ্ট সংগীতশিল্পী নন্দিতা কে তার এই মৌলিক বাংলা গানের জগতে প্রবেশ করার প্রয়াসকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ।
এই গানটির ডিজিটাল প্রমোশন এর দায়িত্বে আছে ওটিটি সলিউশন্স প্রাইভেট লিমিটেড। ওটিটি সলিউশন্স প্রাইভেট লিমিটেড-এর কর্নধার মিঃ সুদীপ বসু নন্দিতার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন ‘রবীন্দ্রসংগীতের পাশাপাশি শিল্পী নন্দিতার আধুনিক গানও শ্রোতাদের আপ্লুত করবে এই আশা রাখি। নন্দিতার জন্য রইলো শুভ কামনা’। প্রত্যেকেই এই গানটি নিয়ে আশাবাদী । এখন শুধু শিল্পী নন্দিতার কণ্ঠে আধুনিক বাংলা গান শোনার প্রতীক্ষায় রইলো সকল শ্রোতাবৃন্দ ।
শ্রোতা ও দর্শকদের কাছে মিউজিক ভিডিও টির টিজার পৌঁছে দেওয়ার জন্য নিচে ইউটিউব লিংক টি দেওয়া হলো: