Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

শিশুদের পরিবেশনায় অনবদ্য ২২শে শ্রাবণ উদযাপন

শ্রাবণ মাস এলেই যে দিনটা প্রথমেই মনে আসে, তা হল ২২শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এমন একটা বিশেষ দিনকে কীভাবে অর্থবহ করে তোলা যায়, তা দেখালো জলপাইগুড়ির কৃষিবাগান অ্যাডিশন্যাল প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে শিক্ষকরা কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন, অপূর্ব একটি নাট্য-প্রযোজনা দিয়ে। তবে, এই বিষয়ে অনেকটাই অগ্রণী ভূমিকা নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকা সুদীপ্তা দাস। সুদীপ্তার নিজস্ব নাট্যদল উত্তর চব্বিশ পরগণার ‘স্বপ্নচর’ এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এই দলের সহায়তায় পাঁচদিনের কর্মশালায় তৈরি হয়েছে সুদীপ্তা দাস রচিত ও নির্দেশিত নাটক ‘শ্রীযুক্ত নরহরি দাস’। নাচ-গান-ছন্দ-সুরে সে এক অনবদ্য জমজমাট শিশুনাট্য। প্রতিটি শিশু শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অভিনয় ছিল মুগ্ধ হয়ে দেখার মতো।

শহর থেকে কিছুটা দূরে সবুজ চা-বাগান আর গাছগাছালি ঘেরা বিদ্যালয়ের খোলা মাঠে বসেছিল এই নাট্য আসর। অংশগ্রহণকারী শিশুরা এই প্রথম নাটকের মধ্যে দিয়ে যেন খুঁজে পেল তাদের ‘সব পেয়েছির দেশ’। প্রথমেই অনুষ্ঠানের সুরটি সুন্দর করে বেঁধে দিলেন ‘স্বপ্নচর’ দলের নাট্যকার ও নির্দেশক মহম্মদ সেলিম। সঙ্গে ছিল ‘Possibilities of Theatre in Formal Education’ বিষয়ক আলোচনা। আমন্ত্রিত ছিলেন শিলিগুড়ি ‘ঋত্বিক’ নাট্যসংস্থার রতন নন্দী, নাট্যব্যক্তিত্ব সন্দীপ ব্যানার্জি ও জলপাইগুড়ি ‘উজান’ নাট্যদলের নির্দেশক ডালিয়া চৌধুরী। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষাঙ্গনে ও সিলেবাসে নাটকের মতো বিষয়কে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা ও এই বিষয়ে অভিভাবক সচেতনতার দিকগুলো তুলে ধরেন।

Img 20230821 Wa0054
শিশুদের পরিবেশনায় অনবদ্য ২২শে শ্রাবণ উদযাপন 6

বিশেষ উল্লেখযোগ্য, যেসব শিশুরা নাটকে ছিল না, তারাও এদিন দলবদ্ধভাবে স্বতঃপ্রণোদিত হয়ে কবিতা বলল, গান করল। এভাবেই যেন নাটকের জাদু এক মায়াময় ছায়া বিস্তার করেছিল অনুষ্ঠান প্রাঙ্গনে। সামগ্রিকভাবে এক নির্মল আনন্দ যেন ছুঁয়ে যাচ্ছিল শিশুমনগুলিকে। বোঝা গেল, পরবর্তীতে নাটকে অংশ নিতে, তারাও যথেষ্ট আগ্রহী। শহরের তথাকথিত তাবড় তাবড় সাংস্কৃতিক উদ্যোগকে পিছনে ফেলে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখাল কৃষিবাগান প্রাথমিক বিদ্যালয়। প্রকৃতির বুকে শিশুদের এই আনন্দমেলা নিয়ে এলো যেন এক টুকরো স্বর্গের অনুভব।

Img 20230821 Wa0053
শিশুদের পরিবেশনায় অনবদ্য ২২শে শ্রাবণ উদযাপন 7

প্রসঙ্গত, কচিকাঁচাদের এই নাটকের দ্বিতীয় মঞ্চায়ন ছিল ৯ই আগস্ট, হলদিবাড়ি কোলাজ নাট্যদলের আয়োজনে আন্তঃবিদ্যালয় নাটক প্রতিযোগিতার মঞ্চে। অত্যন্ত আনন্দের কথা, এই প্রতিযোগিতায় কৃষিবাগান প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করে। এছাড়াও তারা জিতে নিয়েছে সেরা অভিনেতা-অভিনেত্রী ও সেরা আবহের পুরষ্কার। অর্থাৎ সব মিলিয়ে চারটি বিভাগে পুরস্কার পেয়েছে কৃষিবাগান প্রাথমিক বিদ্যালয়, যা নিঃসন্দেহে বিশেষ উল্লেখের দাবিদার। নিজস্ব প্রতিনিধি