সত্য ঘটনা অবলম্বনে ‘পিলকুঞ্জ’
হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। কাহিনির প্রেক্ষাপট ২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া এক হাড় হিম করা ঘটনা। ক্লিক-এর পর্দায় তাই নিয়েই শুরু হচ্ছে ওয়েব সিরিজ ! লিখেছেন মৃণালিনী ঠাকুর।
উত্তরপ্রদেশের ব্যাঘ্র সংরক্ষণ এলাকার পাশে অবস্থিত একটি ছোট্ট গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিরিজের কাহিনি। সেখানে নরখাদক বাঘের হানায় প্রায়ই প্রাণ যায় নিরীহ গ্রামবাসীর। কিন্তু এখানেই শেষ নয়। নরখাদক বাঘের হানা দেওয়ার ঘটনার আড়ালে লুকিয়ে রয়েছে আরও ভয়ানক এক সত্য, যা হিংস্র বাঘের আক্রমণের থেকেও মারাত্মক। এমনই এক কাহিনি নিয়ে অর্ণব রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় এই মাসেই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে শুরু হচ্ছে ওয়েব সিরিজ ‘পিলকুঞ্জ’। যৌথ প্রযোজনায় ঐন্দ্রিলা ব্যানার্জি ও ‘রিং আ বেল’।
প্রসঙ্গত, সিরিজটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। কাহিনির প্রেক্ষাপট ২০১৭ সালে উত্তর ভারতে ঘটে যাওয়া এক হাড় হিম করা ঘটনা। জঙ্গলে দুষ্কৃতীদের ভয়াবহ কুকর্ম, গা ছমছমে পরিবেশে সত্যের অনুসন্ধান। আনাচে কানাচে লুকিয়ে ভয়াবহ মৃত্যুর ইশারা। কে বা কারা পরিকল্পিত ভাবে ঘটাচ্ছে এই হামলা ! এই পরিকল্পনার পিছনে আসলে কী, সেই সত্য যাচাই করতেই একজন সাংবাদিক সেখানে হাজির হলো। প্রসঙ্গত, সিদ্ধার্থ নামের এই সাংবাদিকই এই সিরিজের প্রোটাগনিস্ট। সিদ্ধার্থ ফটোগ্রাফারের ছদ্মবেশে অকুস্থলে যায়। কিন্তু তার ছদ্মবেশ কী গোপন রাখতে পারে সিদ্ধার্থর আসল উদ্দেশ্য ?
বরং, প্রতি মুহূর্তে আরও বেশি প্রতিকূলতার মুখোমুখি হয় সে। তার পুরো কর্মপরিধিকে ঘিরেই পল্লবিত এই সিরিজের গল্প। একদিকে রহস্য, অন্যদিকে ভরপুর অ্যাডভেঞ্চার। এরই মধ্যে সিদ্ধার্থর সঙ্গে পরিচয় হয় বিদিতার। বিদিতা গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। ঘটনাচক্রে বিদিতাও জড়িয়ে পড়ে সিদ্ধার্থর লড়াইয়ে। সিদ্ধার্থ ও বিদিতার এই লড়াই কোন পথে যাবে ? তারা কী অপরাধীদের মুখোশ খুলতে পারবে ? শেষে একদিন দুষ্কৃতীদের হাতে ধরা পড়ে সিদ্ধার্থ। রহস্য আরও জমাট বাঁধে এরপর। বলা বাহুল্য, বেশ ভিন্নধারার রিয়ালিস্টিক এক গল্প নিয়ে তৈরি হয়েছে ‘পিলকুঞ্জ’।
সিদ্ধার্থ-র চরিত্রে অভিনয় করেছেন শন ব্যানার্জি। তৃণা সাহা হয়েছেন বিদিতা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শঙ্কর দেবনাথ, দেবতনু, জয়ী দেবরায়, বৃষ্টি রায়, সোহম গুহ পত্তদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মির্ধা প্রমুখ। পরিচালনা ছাড়াও সিরিজের চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, সম্পাদনা ও নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রিঙ্গো। সাউন্ড ডিজাইন ও শব্দ বিন্যাসে আছেন তীর্থঙ্কর মজুমদার। ভিসুয়াল এফেক্টস-এর দায়িত্বে আছেন রজত দলুই।