সম্পর্কে রবির সাঁকো
‘আর্চিক’-এর নিবেদনে আগামী ২রা এপ্রিল বিকেল ৫.৩০ মিনিটে কলকাতার হো চি মিন সরণীর সত্যজিৎ রায় মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রসঙ্গীত ও কথার সমন্বয়ী আলেখ্য ‘সম্পর্কে রবির সাঁকো’। মূল বিষয় রবীন্দ্রসাহিত্যে নারী ও পুরুষের দ্বন্দ্ব। ভাষ্য রচনায় ধনঞ্জয় ঘোষাল। ভাষ্যপাঠে থাকছেন শঙ্কর চক্রবর্তী ও সাধনা রায়।
একক সংগীত নিবেদনে স্বরূপ পাল ও মহুয়া সুর। সম্মিলিত সঙ্গীত পরিবেশনায় থাকছে নমিতা বন্দোপাধ্যায় পরিচালিত ‘রেওয়াজ’, মন্দিরা মুখোপাধ্যায় পরিচালিত ‘পূরবী’ ও রতন বন্দোপাধ্যায় পরিচালিত ‘দমদম সাঁঝবাতি’। অনুষ্ঠানে সম্মিলিত নৃত্য পরিবেশনায় থাকছে উর্মিলা ভৌমিক পরিচালিত প্রতিষ্ঠান ‘ক্রিয়েশন’ ও মধুমিতা চট্টরাজ পরিচালিত প্রতিষ্ঠান ‘দুর্গাপুর সুর ও ছন্দম’। অনুষ্ঠান সঞ্চালনায় চন্দন মজুমদার।