সাতপাকে নাগিনী
ছোটপর্দার বড় মুখ নাগিন-কন্যা বিয়ে করতে চলেছেন, এ খবর এখন সকলেরই জানা। পাত্র ও প্রেমিক দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার সূরজ নাম্বিয়ার। বি টাউনের জনতার অত্যন্ত প্রিয় ম্যারেজ ডেস্টিনেশন দুবাই, সেখানেই সূরজের ব্যবসাপাতি। তা সত্বেও, দুবাই নয়, গোয়ার সৈকতে গাঁটছড়া বাঁধতে চলেছেন কুচবিহারের বং সেনসেশন মৌনী। কারণ, সম্ভবত কোভিড পরিস্থিতি। হিন্দি টিভির একদা জনপ্রিয় তারকা হ্যান্ডসাম গৌরব চোপড়ার সঙ্গে মৌনীর সম্পর্কের গল্প একসময় লোকের মুখে মুখে ফিরতো। ব্রেকআপের পর মহাদেব মোহিত। সে সম্পর্কও টেকেনি। এতদিনে ইন্ডাস্ট্রির বাইরে মৌনী যে তাঁর প্রকৃত দোসর খুঁজে পেয়েছেন, তাতে মৌনীর ভক্তরা খুশি। নাম্বিয়ার মূলত বেঙ্গালুরুর ছেলে। দুবাই বেড়াতে গিয়ে মৌনীর পরিচয় তাঁর সঙ্গে। পরিচয়, প্রেম থেকে অবশেষে আগামী ২৭ জানুয়ারি সাত পাক !