হস্তান্তরে অল্ট বালাজি
টেলিকুইন একতা কাপুরের সংস্থা বালাজি টেলিফিল্মস ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নিজেদের রাজত্ব কায়েম করে আছে কয়েক যুগ ধরে। কিন্তু একতা প্রতিষ্ঠিত অল্ট বালাজি সাফল্যের সেই লক্ষ্যমাত্রা ছুঁতে সক্ষম হয়নি। শুধু তাই নয়। অল্ট বালাজির বিভিন্ন ওয়েব সিরিজ়ের কারণে বার বার আইনি জটিলতাতেও জড়াতে হয় একতা ও শোভাকে। এমনকী বেশ কয়েকবার গ্রেফতারি পরোয়ানাও জারি হয় তাঁদের নামে। প্রসঙ্গত, এই প্ল্যাটফর্মের যৌথ মালিকানা ছিল একতা ও তাঁর মা শোভা কাপুরের হাতে। সম্ভবত, সেই কারণেই সংস্থার মালিকনা হস্তান্তর করলেন একতা। অল্ট বালাজির নতুন মালিক হলেন বিবেক কোকা। এই উপলক্ষে একতা জানিয়েছেন, বিবেক কোকাই এখন থেকে অল্ট বালাজির মুখ্য ব্যবসায়িক আধিকারিক। বিবেকের তত্ত্বাবধানেই এখন থেকে পরবর্তী কাজ এগিয়ে চলবে। আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি নতুন টিমকে।