অনন্য উদ্যোগে ‘বাংলা নাটক ডট কম’
শিল্প-সংস্কৃতির আদানপ্রদানের লক্ষ্যে কর্মশালা। কলকাতার মার্কিন কনস্যুলেটের সঙ্গে ফ্ল্যাগশিপ এই অনুষ্ঠানের আয়োজক ‘বাংলা নাটক ডট কম’। সারা দেশ জুড়ে সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে নারী, শিশু ও আদিবাসীদের উন্নতিকল্পে তথা অধিকার রক্ষায় কাজ করে চলেছে বাংলা নাটক ডট কম। শিল্প ও সংস্কৃতির হাত ধরেই আগামী প্রজন্মের তরুণদের আরও বেশি করে ক্ষমতাশালী করার লক্ষ্যে এবং পরিবর্তনকারী হিসেবে নিজেদের দৃষ্টিভঙ্গিকে মেলে ধরার জন্য এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিরোনাম ‘আর্টস এনভয়’–যার অর্থ শিল্পের দূত। এই অনুষ্ঠানে সাংস্কৃতিক বিনিময়ের উদ্যোগে সামিল হয়েছে ‘বাংলা নাটক ডট কম’। তিন সপ্তাহের এই কর্মশালায় ভারত, নেপাল, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ জন তরুণের সঙ্গে অংশ নিচ্ছেন তিনজন মার্কিন বিশেষজ্ঞ। গত ২৫ অক্টোবর থেকে আমেরিকান সেন্টারে শুরু হওয়া এই কর্মশালার মঞ্চানুষ্ঠানটি হয়ে গেল গত ৩ নভেম্বর। এরপর এই দলটি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে। সেখানে শিলিগুড়ি সহ কালিম্পং ও দার্জিলিংয়ে পারফর্ম করবে তাঁরা। শিলিগুড়ি সিটি সেন্টারে অনুষ্ঠান হবে আগামিকাল সন্ধ্যা সাড়ে ছ’টায়। চূড়ান্ত পারফরম্যান্সটি অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর, আমেরিকান সেন্টারে।