অনমনীয় সারিকা
সারিকা সহানুভূতি চায় না। সেদিনও নয়, আজও না। তাই গৃহহীন হওয়া সত্বেও সেই সময় আমি ওকে সাহায্য করতে পারিনি। আক্ষেপ কমল হাসানের। আক্ষেপ না কৈফিয়ত? কিছুদিন আগে সিমি গারেওয়ালের হিট শো রাঁদেভু-তে অতিথি হিসেবে আসেন কমল ও তাঁর প্রাক্তন স্ত্রী সারিকা। সেখানেই কথায় কথায় উঠে আসে এই তথ্য বা তত্ব। একটা সময় তাঁদের প্রেম ও পরে পরিণয় ছিল বলিউড ও দক্ষিণের বিশেষ চর্চার বিষয়। পরে যখন ওঁরা বিচ্ছিন্ন হলেন, তখনও বিষয়টা বিপুল বিতর্কের জন্ম দেয়। কমলের বিশ্বাসঘাতকতাই ছিল দুজনের সম্পর্ক ভঙ্গের কারণ। বিবাহ বিচ্ছেদের সময় প্রায় কপর্দকশূন্য ( নাকি মাত্র ৬০ টাকা অবলম্বন) হয়েও কমলের টাকা নেননি সারিকা। তাঁকে নতুন করে নিজের বিপর্যস্ত জীবনকে গুছিয়ে তুলতে হয়। তবু, স্বামীর কাছ থেকে নিজের প্রাপ্য অধিকার বুঝে না নেবার কারণ নিঃসন্দেহে ছিল সারিকার আত্মাভিমান। সম্পর্কই থাকলো না তো টাকা কীসের, এমনটাই ভেবেছিলেন নিশ্চয়ই তিনি। ফলে, চরমতম জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় তাঁকে সেদিন। সে হোক। টিকে গেছেন তিনি সেদিন। আজ আবার নতুন করে কাজ করছেন। এর চেয়ে ভালো আর কিছু সত্যিই হয় না।