Tuesday, May 13, 2025
৫ফোড়ন

অনু ও পরমের ব্রতচারী

সে যতই তিনি বলুন ‘অরূপ চক্রবর্তী একজন কৃতী, শিক্ষিত, বুদ্ধিমান, রুচিবান মানুষ’–কোনও দলের হয়ে নয়, প্রচারে নেমেছিলেন অরূপ চক্রবর্তীর জন্যই–যুক্তি ধোপে টেঁকে না। কারণ এর আগেই তাঁকে দেখা গেছে অতীব খ্যাতিমান বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে। ব্রতয় ব্রত মিলিয়েছেন পরম, তাতে দোষের তো কিছু নেই। আর তাঁর মতো একদা বামদিকে হেলে থাকা বাংলার বহু সেলিব্রিটিই প্রবাহে গা ভাসিয়েছেন, শিকড় ধরে শিখরে যাবার তাগিদে। নতুন কিছু নয় এই ট্রেন্ড। ভোটের প্রচারে শাসক দলের হয়ে তারকাদের মিছিলে হাঁটা, মঞ্চে অধিষ্ঠানও নতুন নয়। লোকজন এতে অভ্যস্ত এখন। বস্তুত, টলিউডের বহু তারকার মতোই পরমব্রত চট্টোপাধ্যায়কেও তৃণমূল শিবিরে দেখা নিছক সময়ের অপেক্ষাই ছিল। সময়ের থুড়ি ঘাসফুলের তরঙ্গ রুধিবে কে ?