Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

অভিনব ‘শনিবারের ব্লগ’

তিনি একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞই শুধু নন, একজন প্রকৃত সংস্কৃতিমনস্ক ব্যক্তি হিসেবে সকলের শ্রদ্ধাভাজন। এহেন ডাঃ পূর্ণেন্দুবিকাশ সরকার ‘শনিবারের ব্লগ’ শুরু করেন গতবছর অর্থাৎ  ১৯২০ সালের ১৩ মে। অনুষঙ্গ রবীন্দ্রনাথ–বাঙালির জন্য বড়ই প্রাণময় একটি বিষয়। এখানে স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ও সমসাময়িক নানা ঘটনা, অজানা তথ্য, ছবি এবং বিভিন্ন আকর্ষনীয় লেখা। মূলত এইসব মহা মূল্যবান সম্ভার মানুষের সামনে নিয়ে আসাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। ব্লগটি প্রতি শনিবার সকাল ৯টায় পোষ্ট করা হয়। এক-একটি ধাপ বা পর্যায়ের ১২টি করে পোষ্ট থাকে। প্রতি ৩ মাসে একটি করে পর্যায়। বর্তমানে চতুর্থ পর্যায় শুরু হয়েছে ১৯ নভেম্বর থেকে। এ পর্যন্ত মোট ৪৬টি পোষ্ট প্রকাশিত হয়েছে

এখানে থাকে একটি ক্যুইজ জোন। সেই ক্যুইজ জোনে প্রতি সংখ্যায় থাকে একটি প্রশ্ন (অপশন সহ)। ১২টি প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্যে ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত ৩ জন বিজয়ীকে দেওয়া হয় বিশেষ উপহার। প্রথম পর্যায়ের ক্যুইজ উপহার ‘গীতবিতান আর্কাইভ’। দ্বিতীয় পর্যায়ের ক্যুইজ উপহার ‘রবীন্দ্রকবিতা আর্কাইভ’। তৃতীয় পর্যায়ের ক্যুইজ উপহার ‘রবীন্দ্রকবিতা আর্কাইভ’। বর্তমান পর্যায়ের ৩ জন বিজয়ীকে দেওয়া হবে ‘গীতবিতান আর্কাইভ’।

ক্যুইজের বিষয় হিসেবে থাকে রবীন্দ্রনাথ ও সমসাময়িক ঘটনা নিয়ে ডাঃ সরকারের লেখা। শনিবারের ক্যুইজ (অপশন সহ), অডিওবুক (এবারের সিরিজ : লিপিকা থেকে পাঠ ভিডিও), ছবির গ্যালারি (ডাকটিকিটে রবীন্দ্রনাথ, আত্মপ্রকৃতি, পাণ্ডুলিপি ইত্যাদি), কবিকথা (নানাজনের সঙ্গে আলাপচারিতায় রবীন্দ্রনাথ), সংস্কৃতি সংবাদ (বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের খবরাখবর), স্বাস্থ্য সংবাদ (চোখ নিয়ে সচেতনামূলক সংক্ষিপ্ত লেখা, চোখ সম্পর্কে পাঠকের প্রশ্নোত্তর), বিলবোর্ড (সম্প্রতি প্রকাশিত বিভিন্ন বইয়ের বিজ্ঞাপন / বিনামূল্যে),এ সপ্তাহের গান (স্বল্প পরিচিত কিন্তু সম্ভাবনাময় শিল্পীর গাওয়া রবীন্দ্রসংগীত)।

শনিবারের পোষ্ট/ রবীন্দ্রনাথকে নিয়ে ডাঃ সরকারের লেখাগুলির  শব্দসংখ্যা ১০০০ থেকে ১৫০০-র মধ্যে সীমাবদ্ধ থাকে। লেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গান শোনবার সুবিধাও রয়েছে এই ব্লগে। লেখা পাঠকের ভালো লাগলে কমেন্ট ও স্টার রেটিং করবার অপশন আছে।

প্রশ্ন হলো, ফেসবুক সদস্য না হলেও কী কোনও পাঠক এটা পড়তে পারবেন ? নিশ্চয়ই। সেক্ষেত্রে―

শনিবারের ব্লগের লিংক www.purnendurrabi.com/blog  ফেসবুক, ট্যুইটার, Whatsapp, ইউটিউব ও অন্যান্য স্যোশাল মিডিয়ার প্রতি শনিবার পোষ্ট করা হয়। এ ছাড়াও Google promotion এবং অন্যান্য Web-Platform-এও এটির প্রচার করা হয়।

www.purnendurrabi.com/blog  লিংকটা সেভ করা থাকলে, প্রতি শনিবার ৯টার পরে ক্লিক করলেই সেই সপ্তাহের পোষ্টটা পড়া যাবে।

আনন্দের খবর, শনিবারের ব্লগের আজ পর্যন্ত পাঠক সংখ্যা ১৫৫৯৩ জন। নিঃসন্দেহে এমন এক অভিনব প্রচেষ্টার এহেন সাড়া পাওয়ার বিষয়টি খুবই ইতিবাচক একটি দিক। মানুষ ভালো বিষয়ে আগ্রহ হারায়নি, এই সাফল্য তারই প্রমাণ।