Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আগামী মঙ্গলবার থেকে ‘ফিকশন টাইম’

গত মঙ্গলবার ছিল ‘সাহিত্য ও সিনেমা’-র শেষ পর্ব। আন্তর্জাতিক খ্যাত, কিংবদন্তি সিনেমা ব্যক্তিত্ব বিমল রায়ের ছবি নিয়ে ছিল আমাদের এই সন্ধ্যার আলোচনা। একাধারে প্রযোজক, পরিচালক ও অন্যান্য নানা গুণের অধিকারী এই মানুষটির অবদানে ভারতীয় দর্শক পেয়েছেন ‘উদয়ের পথে’, ‘দো বিঘা জমিন’, ‘দেবদাস’, ‘মধুমতী’, ‘সুজাতা’, ‘বন্দিনী’র মতো ছবি। অনুষ্ঠানের বক্তা ছিলেন দূরদর্শন সংবাদ পাঠক, সাংবাদিক ও আকাশবাণী উপস্থাপক সুপ্রিয় রায়। ভাবনা, পরিকল্পনা ও সঞ্চালনা অজন্তা সিনহা। সুপ্রিয়র সুপটু বিশ্লেষণে সমৃদ্ধকর হয়ে ওঠে এই সন্ধ্যা। গত কয়েকমাসের ‘সাহিত্য ও সিনেমা’-র যে যাত্রাপথ, তা আমাদের সকলের জন্যই ছিল এক অনির্বচনীয় অভিজ্ঞতা।

Whatsapp Image 2023 07 14 At 7.23.56 Pm
আগামী মঙ্গলবার থেকে 'ফিকশন টাইম' 3

বিনোদনের আকাশ আজ বহুদূর প্রসারিত। সিনেমা, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ, পডকাস্ট–প্রযুক্তির দৌলতে সবই এখন হাতের মুঠোয়। উপভোক্তারা তাঁদের স্মার্ট ফোনটিকে স্পর্শ করলেই পেয়ে যাচ্ছেন যাবতীয় উপাচার। সেই অনুষঙ্গেই আমাদের ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে নতুন শো ‘ফিকশন টাইম’ আসছে আগামী ৫ই সেপ্টেম্বর থেকে। দেখবেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। এই আড্ডায় আমাদের প্রথম অতিথি স্বাধীন সাংবাদিক, চিত্র পরিচালক ও কবি তন্ময় দত্তগুপ্ত। প্রতি সপ্তাহে এই আড্ডায় উপস্থিত থাকবেন মঞ্চ, সিনেমা, রেডিও, টিভি অর্থাৎ বিনোদন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বগণ। আর অন্যান্যবারের মতোই সঙ্গে থাকবেন আপনারা, আমাদের অত্যন্ত প্রিয় দর্শকবন্ধুরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন প্রযোজক, পরিচালক ও  অভিনেতাদের উৎসাহিত করুন।