Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

আজ একা বনানী

কার্যকারণে এখন প্রবাসে যাপন তাঁর। কিন্তু মনন ও চেতনায় বহমান চিরন্তন বাংলা সাহিত্য ও সংস্কৃতি। নিউ জার্সির ব্রিজওয়াটার থেকে আজ সন্ধ্যায় আমাদের সঙ্গে আড্ডায় থাকবেন বিখ্যাত শ্ৰুতি নাট্যকাৱ ও অভিনেত্ৰী বনানী মুখোপাধ্যায়। নিউ জার্সিতে অবশ্য সময়টা সকাল ৯.১৫ মিনিট। নিজের লেখা শ্রুতিনাটক পড়ে শোনাবেন তিনি। তাছাড়াও, তাঁর বর্ণময়, দীর্ঘ সৃষ্টিশীল যাপনের নানা কাহিনি শুনব আমরা আজ। গত শুক্রবার আমাদের আড্ডার অতিথি ছিলেন উত্তরবঙ্গবাসী বাচিকশিল্পী দেবাশিস ভট্টাচার্য। তাঁর কাজের জগৎ অবশ্য সমগ্র বাংলায় বিস্তৃত। একজন সঞ্চালক ও উপস্থাপক হিসেবেও খ্যাত তিনি। আর আছে তাঁর লেখালেখির চর্চা–একটি পত্রিকার সম্পাদক তিনি। ননস্টপ আড্ডায় আমরা শুনলাম তাঁর কণ্ঠে আবৃত্তি ও কাজকর্মের বিষয়ে নানা কথা। দেবাশিসের সঙ্গে আড্ডায় ভরপুর জমে ওঠে এই সন্ধ্যা।

আগামী সপ্তাহে ননস্টপ আড্ডার অতিথি সাংবাদিক ও নৃত্যশিল্পী মণিদীপা কর এবং সঙ্গীতশিল্পী শতরূপা রায় কর। দুই বোন, দুই নিবিষ্ট শিল্পীর উপস্থিতিতে একটু ভিন্নস্বাদের আড্ডায় মেতে উঠব আমরা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।