Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

আজ সন্ধ্যায় মনিকার সঙ্গে

গত সপ্তাহে ননস্টপ আড্ডার অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী সুচিন সিংহ। গানে-কথায় অনুভবী ছিল এই সন্ধ্যা। নিজের গানের অভিজ্ঞতা থেকে নানা গুণীজনের সংস্পর্শ–সুচিনের বক্তব্য ছিল যথার্থই সমৃদ্ধকর। আজ সন্ধ্যায় আড্ডার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও গীতিকার মনিকা বসু। পরম্পরায় এক সঙ্গীতপ্রেমী পরিবারে বেড়ে ওঠার সূত্রে শৈশব থেকেই কবিতা ও সংগীতের সঙ্গে সখ্যতা মনিকার। পরবর্তীকালে তিনি গান রচনাতেও নিবিষ্ট হন। আজ সন্ধ্যায় সেইসব কথাই শুনব আমরা তাঁর কাছে। দর্শক বন্ধুদের জানাই, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।