Saturday, May 18, 2024
কৃষ্টি-Culture

স্মরণীয়া বরণীয়া সুপ্রিয়া

গত ২১ মার্চ ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে ছিল রবীন্দ্রসাহিত্য নির্ভর সিনেমা প্রসঙ্গে আলোচনা। শিরোনাম ‘সিনেমায় রবীন্দ্রসাহিত্য’। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাচিকশিল্পী ও চিত্র পরিচালক সুবীর মণ্ডল। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি শুধু বাংলা নয়, হিন্দি ছবির জগতকেও সমৃদ্ধ করেছে। তাঁর রচিত গল্প-উপন্যাস, এমনকী কবিতা অবলম্বনেও নির্মিত হয়েছে কালজয়ী সিনেমা। গত মঙ্গলবার ছিল তারই নিবিষ্ট অবলোকন। আগামী ২৮ মার্চ এই শোয়ের আলোচনার বিষয় বাংলার কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবী। ‘স্মরণীয়া বরণীয়া সুপ্রিয়া’ শিরোনামের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আকাশবাণীর উপস্থাপক উমা মৈত্র ও সঙ্গীতশিল্পী শতাব্দী চট্টোপাধ্যায়। আপনারা ‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। এই শো-এ প্রতি সপ্তাহে থাকছে এমনই রকমারি বিষয়, যেখানে সাহিত্য ও সিনেমার সুচারু মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।