Monday, May 12, 2025
কৃষ্টি-Culture

আজ সন্ধ্যায় ‘হে বৈশাখ’

আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিশেষ নিবেদন ‘হে বৈশাখ’। অনুষ্ঠানে অতিথিরা হলেন আবৃত্তিকার, নৃত্যশিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক রীতা দত্ত এবং কবি ও লেখক, সঙ্গীত ও বাচিকশিল্পী কবিতা বিশ্বাস। আগামী ৫ই মে-র আড্ডায় থাকবে কার্টুন চিত্র প্রসঙ্গ। অতিথি লেখক, সম্পাদক (কিঞ্জল ও কলকাতা কথকতা পত্রিকা) চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কবিপক্ষ শুরু হয়ে যাচ্ছে তারপরই। আগামী ১২ই মে এই উপলক্ষে আয়োজিত বিশেষ আড্ডার অতিথি রূপে আসছেন উত্তরবঙ্গের প্রখ্যাত বাচিকশিল্পী নবনীতা দাস। দর্শক বন্ধুদের জানাই, প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।