Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

অনন্য চিত্র প্রদর্শনী

সময়টা ১৯৯৮। গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট থেকে পাস করে বেরোলেন একঝাঁক তরুণ শিল্পী। যে যার মতো করে শিল্পের নানা অঙ্গনে ছড়িয়ে গেলেন, ছাপ রাখলেন। ২৫ বছর পর, এক ছাতার তলায় সেই কৃতী শিল্পীরা। সেই ব্যাচের সাত মহিলা শিল্পীর ছবি নিয়ে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে প্রদর্শনী শুরু হয়েছে গত ২৫শে এপ্রিল, চলবে ১লা মে পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধন করেন আর্ট কলেজেরই দুই প্রাক্তন অধ্যাপক দীপক মুখার্জি ও ডঃ স্বাতী ভট্টাচার্য। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন চিত্র সমালোচক অঞ্জন সেন। যে সাত শিল্পীর ছবি নিয়ে প্রদর্শনী হচ্ছে, তাঁরা হলেন অর্চনা ঘোষ, চৈতালি মুখার্জি, নিবেদিতা ঘোষ বেজ, রঞ্জনা মুখার্জি, রত্না বোস, সুস্মিতা ঘোষ ও টুম্পা চৌধুরী। ইতিমধ্যেই শহরের শিল্পরসিক দর্শক আগ্রহ ও উৎসাহ নিয়ে ভিড় জমিয়েছেন প্রদর্শনীস্থলে। তাঁদের প্রতিক্রিয়া বলে দেয়, সাত শিল্পীর কাজে প্রাপ্ত বৈভব ও বৈচিত্র্যপূর্ণ অভিব্যক্তির কথা।