আজ সন্ধ্যার আড্ডায় দুই গুণী শিল্পী
আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডার অতিথিরা হলেন প্রখ্যাত অ্যাকর্ডিয়ন শিল্পী শাঁওলী সেন ও খ্যাতনামা অঙ্কনশিল্পী রত্না বোস। নিজেদের কাজের ক্ষেত্রে স্বতন্ত্র ব্যঞ্জনার সৃষ্টি করেছেন ওঁরা। ওঁদের শিল্প যাত্রার কাহিনি শুনবো আজ সন্ধ্যায়। গোটা ডিসেম্বর জুড়ে এই আড্ডায় বৈচিত্রের পসরা। আগামী ২ ডিসেম্বর থাকবে তরুণ সঙ্গীতশিল্পী অগ্নিভ বন্দোপাধ্যায়। গান-আড্ডায় জমে উঠবে সন্ধ্যা। ভাণ নাট্যগোষ্ঠীর পক্ষে গৌরাঙ্গ দণ্ডপাট থাকবেন আগামী ৯ ডিসেম্বর। নাটকের সঙ্গে তাঁদের সাহিত্য পত্রিকার কথাও থাকবে আলোচনায়। আগামী ১৬ ডিসেম্বর তাঁর অভিজ্ঞতার পসরা নিয়ে আড্ডায় আসবেন উত্তরবঙ্গের প্রখ্যাত বাচিকশিল্পী মীনাক্ষী ঘোষ। সম্প্রতি আমেরিকা সফর করে দেশে ফিরেছেন তিনি। সেখানকার যাপনকলা থেকে তাঁর ব্যাক্তিগত অনুভব, সবই শুনবো এই সন্ধ্যায়। আর তাঁর কণ্ঠে আবৃত্তি শোনা তো সব সময়ই এক অসাধারণ অভিজ্ঞতা ! প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার এই লাইভ অনলাইন অনুষ্ঠানে উপস্থিত থাকেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।