Sunday, May 19, 2024
কৃষ্টি-Culture

সাত বেরিয়ে আটে ‘ভাণ’

কলকাতার সাংস্কৃতিক সংগঠন ‘ভাণ’-এর সাংস্কৃতিক কর্মকাণ্ড বহুধা বিস্তৃত। তবে, এঁদের মূল আগ্রহ ও ভালোবাসার বিষয় থিয়েটার। প্রতি মাসে এঁরা নিয়মিত প্রকাশ করেন প্রয়োগকলা এবং সংস্কৃতিচর্চা বিষয়ক একটি পত্রিকা।‌ পত্রিকাটির নামও ‘ভাণ’। প্রয়োগকলা সংক্রান্ত নানা উৎকর্ষ ও সমৃদ্ধকর রচনা স্থান পায় সেখানে। লেখেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ও অভিজ্ঞ মানুষজন। সময়ের হাত ধরে ইউটিউবেও প্রসারিত ‘ভাণ’-এর কর্মপ্রবাহ। অনুষ্ঠান শিরোনাম ‘ভাণ কান’। ‘ভাণ’ সাত পেরিয়ে আটে পা রাখলো গত ২৭ শে এপ্রিল। দিনটিকে উপলক্ষ‌ করে তপন থিয়েটারের দ্বিতলে আয়োজিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের। সেখানে বক্তা ছিলেন ডঃ শমীক সেন। বিষয়, বঙ্গে শেক্সপিয়ার চর্চা : দেখার রাজনীতি। এরপর অভিনীত হয় ঊর্ণাবতী সেনের নাটক ‘পার্শ্ব চরিত্র’ !