Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

‘আত্মজা’র না ভোলা নিবেদন

সম্প্রতি রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হলো ‘আত্মজা’ আবৃত্তি সংগঠনের আনন্দ আয়োজন ‘তোমার ধূলির তিলক পরেছি ভালে’। আয়োজনে ছিল বিষয়ভিত্তিক একক ও সমবেত আবৃত্তি। সুকুমার রায়ের ‘আবোলতাবোল’-এর শতবর্ষ পূর্তি উপলক্ষে একটি বিশেষ প্রযোজনা ছিল ছোটদের পরিবেশনায়। বড়দের একক আবৃত্তির বিষয় ছিল দেশ-কাল-সময়-জীবন-জীবিকা।

এই সন্ধ্যার উল্লেখযোগ্য নিবেদন ছিল কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা ও সংলাপ কবিতার সংকলন ‘আমরা লাস্য আমরা লড়াই’। দৃশ্য-শ্রাব্য এই প্রযোজনার নৃত্য ভাবনায় ছিলেন সুপ্রতিম তালুকদার। নৃত্য পরিবেশনায় সুপ্রতিমের সঙ্গে ছিলেন স্রোতস্বিনী ভান্ডারী। মঞ্চসজ্জায় ছিলেন তরুণ কান্তি বারিক। আলো সংযোগ করেন দীপঙ্কর দে। শিল্পী নিবেদিতা নাগ তহবিলদারের অসাধারণ উচ্চারণ বাঙ্ময় করে তোলে প্রযোজনাটির বিষয়বস্তু। পরিবেশনা শেষে দর্শক দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত করতালিতে প্রেক্ষাগৃহ মুখর করে তোলে।

Img 20221129 Wa0015
'আত্মজা'র না ভোলা নিবেদন 5

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী প্রণতি ঠাকুর। তাঁর আন্তরিক কথা ও আবৃত্তি ছিল হৃদয়স্পর্শী। এই সন্ধ্যা স্মরণীয় হয়ে ওঠে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা কবিতার আবৃত্তিতে। ছিলেন নাট্যব্যক্তিত্ব সুরঞ্জনা দাশগুপ্ত। তাঁর কন্ঠে ‘মাধব মালঞ্চি কইন্যা’র সংলাপ শোনার মুহূর্তটি উপস্থিত শ্রোতা-দর্শক ভুলবেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, আত্মজার ক্লাস অনলাইন ও অফলাইন দুই ভাবেই চলে। সেদিনের অনুষ্ঠানের বেশ কয়েকটি প্রযোজনার শিল্পী ছিলেন অনলাইন ক্লাসের ছেলেমেয়েরা। আমাদের অনেকের ধারনা অনলাইনে ক্লাস সম্ভব নয়। কিন্তু সে ধারণা ভুল প্রমাণ করেছে সেদিনের অনুষ্ঠান। তাঁদের নিখুঁত পরিবেশনা, স্বতন্ত্র উচ্চারণ এবং বিষয় ও কবিতা নির্বাচনের মুন্সিয়ানা মুগ্ধ করে সকলকে। নিঃসন্দেহে এর কৃতিত্ব পাবেন প্রতিষ্ঠানের কর্ণধার নিবেদিতা নাগ তহবিলদার।