Thursday, March 13, 2025
কৃষ্টি-Culture

আবৃত্তির বর্ণালী সন্ধ্যা

বাচিকশিল্পী বর্ণালী সরকার বাংলা সাংস্কৃতিক জগতে অতি পরিচিত এক নাম। আবৃত্তি, শ্রুতিনাটকের পাশাপাশি সঞ্চালনার ক্ষেত্রেও তাঁর দক্ষতা নজর কেড়েছে। তবে, আবৃত্তিই বর্ণালীর প্রথম প্রেম। সেই পরিচয় মিলেছে বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশিত আবৃত্তির ঝলকে। সেই গভীর প্রেমের অনুষঙ্গেই আগামী ২১শে আগস্ট রাত ৮টায় আয়োজিত ‘আবৃত্তির বর্ণালী সন্ধ্যা’। এই সন্ধ্যায় বর্ণালীর কণ্ঠে নিবেদিত আবৃত্তিগুলিকে কথার মালায় গাঁথবেন দেবাশিস বসু। আবহে থাকবেন সুব্রত বাবু মুখোপাধ্যায়। তালবাদ্যে দিব্যেন্দু ব্যানার্জি। এই সান্ধ্য অনুষ্ঠানটি স্ট্রিমিং হবে www.shownook.com এ। অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পাবেন সারা বিশ্বের উৎসুক শ্রোতা-দর্শক।