Saturday, May 18, 2024
কৃষ্টি-Culture

মনে রাখা শ্রুতিনাটক সন্ধ্যা

গত ১৩ নভেম্বরের সন্ধ্যাটি মুখর হয়ে ওঠে রঙ্গকর্মী থিয়েটারের কেয়া বিনোদিনী মঞ্চ, শ্রুতিনাটকের এক অনবদ্য আয়োজনে। আয়োজক থিয়েটার প্র্যাকটিসনার্স। তাঁদের নিবেদিত এই উপভোগ্য শ্রুতিনাটক সন্ধ্যার শিরোনাম ছিল ‘শুধু দুজনে কুহু কূজনে’। মোট ছয়টি শ্রুতিনাটক স্থান পায় এই সন্ধ্যায়। অংশগ্রহণ করেন বীথি বিতান-এর সাধনা বড়ুয়া, ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ও পামেলা সরকার। থিয়েটার প্রাক্টিশনর্স-এর পক্ষে ছিলেন মৌসুমী মুখার্জি চ্যাটার্জি। পার্থ ও রাতুলা বসু উপস্থিত ছিলেন মনন-এর নিবেদক রূপে। মুখোশ-এর পক্ষে পাওয়া যায় মৈত্রেয়ী রায় ও সতীনাথ মুখার্জিকে।

অভিব্যক্তি-র হয়ে শ্রুতিনাটক পরিবেশন করেন রঞ্জনা ভঞ্জ ও সুদীপ মুখার্জি। এছাড়া বড়িশা কথাকলি থেকে শ্রুতিনাটক পরিবেশন করেন দেবযানী রায়চৌধুরী ও কৃষ্ণেন্দু ব্যানার্জি। এই সন্ধ্যায় সমগ্র অনুষ্ঠানটি রূপায়নে ছিলেন  ডাঃ বাসুদেব মুখার্জি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমী আদক। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন জে ডি সুমন। আবহ পরিচালনা সন্দীপ দে। মঞ্চসজ্জায় শুভদীপ ঢক্রবর্তী।