Monday, February 3, 2025
৫ফোড়ন

আমির নন, সলমন

আমির খানকে না নিয়ে, তাঁরা কেন সলমন খানকে নিলেন আপকামিং তেলুগু ছবি ‘গডফাদার’-এ, এই প্রশ্নের জবাবে দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী জানান, চরিত্রটা এমন, যায় জন্য হৃদয় ও মস্তিষ্ক নয়, দরকার ছিল একটি উপযুক্ত সৌষ্ঠবসম্পন্ন দেহ। তাই সলমন ! এই স্টেটমেন্ট ভাইজানকে অবস্থানগত ভাবে ঠিক কোথায় রাখলো, তা নিয়ে মাথার চুল ছিঁড়তেই পারেন তাঁর ভক্তরা। তবে, তেলুগু এই পলিটিকাল থ্রিলার যে সল্লু মিঞার কেরিয়ারের ক্ষেত্রে একটি মাইলস্টোন হতে চলেছে, তাতে সন্দেহ নেই। প্রসঙ্গত, আমিরের ‘লাল সিং চাড্ডা’-র তেলুগু ভার্সন প্রেজেন্ট করছেন চিরঞ্জীবী। ‘লাল সিং চাড্ডা’-র প্রমোশনে এসেই বিষয়টা খোলসা করেন তিনি। অন্য দিকে, এই পুরো তথ্যটি জানা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওয়। যেখানে চিরঞ্জীবীর বক্তব্য, তাঁর হয়ে সাংবাদিকদের জানাচ্ছেন আমির স্বয়ং। প্রশ্ন উঠেছে এখানেই। এসব আমিরের নিজেরই মনগড়া নয় তো ? এই হৃদয়, মস্তিষ্ক ও দেহ সৌষ্ঠবের ব্যাপারটি ? তেলুগু ছবির প্রযোজক-পরিচালকরা সলমনের মধ্যে তাঁর হ্যান্ডসাম চেহারাখানা  ছাড়া আর কিছু পাননি, এমন এক বিগ বাজেটের ছবি করার ক্ষেত্রে ?