Monday, February 3, 2025
ওয়েব-Wave

আরণ্যক

রবিনার মস্ত মস্ত ওটিটি ডেবিউ

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। লিখছেন মৃণালিনী ঠাকুর

রবিনা ট্যান্ডন ডেবিউ করছেন, মুখ্যত সেই হিসেবেই প্রথমে খবরে এসেছিল ওয়েব সিরিজ ‘আরণ্যক’। যদিও চারুদত্ত আচার্যের গল্পের মধ্যেও ছিল নানা আকর্ষনীয় টুইস্ট! প্রসঙ্গত, গল্প বিন্যাসে চারুদত্তের সঙ্গে যোগ দিয়েছেন রোহন সিপ্পিও। ‘আরণ্যক’-এর রয়েছে এক জোরালো কনটেন্ট। আর সেই কনটেন্টকে হাতিয়ার করেই নিজের অভিনয়ের নতুন অভিমুখ আবিষ্কার করে ফেলেছেন রবিনা। তাঁর ‘মস্ত মস্ত চিজ’ ইমেজ থেকে বেরিয়ে আসা নিঃসন্দেহে এক বড় চ্যালেঞ্জ ছিল এখানে। আদতে অভিনেতাদের বলিউড যেভাবে টাইপকাস্টের সীমায় বেঁধে রাখে, সেখানে অভিনয়ে বৈচিত্র্য দেখাবার সুযোগ খুব কম থাকে। গত কয়েক বছর ধরে এই বলিউডি তারকাদেরই ইমেজের বেড়া ভাঙার কাজটা বেশ সুষ্ঠুভাবে করে চলেছে ওয়েব দুনিয়া। সইফ আলি খান, চাঙ্কি পান্ডে, ববি দেওল থেকে শেফালী শাহ, সাক্ষী তানোয়ার এবং রবিনা–সকলেই এই পর্যায়ে নিজেদের ব্যাপ্তি প্রমাণ করেছেন। সিনেমা থেকে বেশ কিছুদিন বিরতির পর রবিনার এই কামব্যাক তাই তাঁর নিজের জন্য যতটা সেলিব্রেটিং ছিল, ততটাই তাঁর ভক্তকুলের।

রায় কাপুর ফিল্মস ও রমেশ সিপ্পি এন্টারটেনমেন্ট-এর যৌথ প্রযোজনা ‘আরণ্যক’ পরিচালনা করেছেন বিনয় ব্যাকুল। নেটফ্লিক্সে গত ডিসেম্বরে এই সিরিজের স্ট্রিমিং শুরু হয়। গল্প এইরকম–এক বিদেশি কিশোরী ধর্ষিত হয় ও পরে হারিয়ে যায় এক কুয়াশা ঘেরা পর্যটন শহরে এসে। মায়ের সঙ্গে ছুটি কাটাতে এসেছিল সে। গল্পে আমরা দেখি, এটি হিমাচল প্রদেশের অন্তর্গত এক কাল্পনিক শহর। তদন্তে নামে পুলিশ। নেতৃত্বে দুই সৎ অফিসার–নাম কস্তুরী ডোগরা (রবিনা ট্যান্ডন) ও অঙ্গদ মালিক (পরমব্রত চট্টোপাধ্যায়)। এদের দুজনেরই পৃথক পৃথক জটিল ব্যাক্তিগত সমস্যা রয়েছে। এই সমস্যা তাদের নিজেদের মনোজগতের টানাপোড়েন। তারই মধ্যে এই ঘটনা। ধর্ষিতা বিদেশি কিশোরী কি বেঁচে আছে না খুন হয়ে গেছে ? শহর ঘিরে জঙ্গল আর জঙ্গলের অভ্যন্তরে রহস্যের অন্ধকার গাঢ় হয় ক্রমশ। একটি অপরাধের কিনারা করতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক অপরাধের ঘটনা। অপূর্ব প্রকৃতির সব রূপ যেন ঢাকা পড়ে যায় এহেন জটিল খুনের ঘটনায়। কে এই অপরাধের পিছনে, জানতে আপনাকে দেখতেই হবে এই সিরিজ।

রবিনা, পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন আশুতোষ রানা, তনীশা যোশী, আন্না আদর, জাকির হুসেন, মেঘনা মালিক, ইন্দ্রনীল সেনগুপ্ত, ব্রেষ্ণা খান, প্রিয়াঙ্কা শেঠি প্রমুখ। প্রযোজনা সিদ্ধার্থ রায় কাপুর, রমেশ সিপ্পি ও রোহন সিপ্পি। সিনেমাটোগ্রাফি সৌরভ গোস্বামী। সম্পাদনা যশ রামচন্দনি। এক একটি এপিসোডের সময়কাল মোটামুটি ৪৮ মিনিট। আপাতত একটিই সিজন, দেখানো হয়েছে ৮টি পর্বে। রায় কাপুর ফিল্মস ও রমেশ সিপ্পি এন্টারটেনমেন্ট–বলিউডের মানচিত্রে এই দুই সংস্থার জায়গাটা বেশ শক্তপোক্ত। সিপ্পিরা তো পারিবারিক ঐতিহ্যে বলিউডে সম্মান পেয়ে আসছেন। ‘আরণ্যক’-এ তাঁদের কাজের সেই নির্যাস পাবেন দর্শক। ঝকঝকে সেট ও লোকেশন আলাদা ভাবে নজর কাড়ে। অভিনয়ে প্রত্যেকেই নিখুঁত।

Image 7
আরণ্যক 11

সবশেষে আবার রবিনার কথা। তাঁর ওটিটি ওপেনিং নিয়ে দু-একটি মিডিয়া ছাড়া সকলেই প্রশংসা করেছেন। এমনকী ‘দিল্লি ক্রাইম’-এর শেফালী শাহের সঙ্গে এক ব্র্যাকেটে রাখা হচ্ছে তাঁকে। শেফালী ও ‘দিল্লি ক্রাইম’ এই মুহূর্তে ওয়েব দুনিয়ায় সবচেয়ে সাড়া জাগানো কয়েকটি নামের মধ্যেই পড়ে। সেই নিরিখে রবিনা নিঃসন্দেহে শুরুতেই ছাপ রেখেছেন। কস্তুরীর অন্তর্দ্বন্দ্ব ও একজন দাপুটে পুলিশ অফিসার হিসেবে অপরাধের নিপুণ তত্ত্বতালাশ–রবিনাকে পছন্দ করেছে দর্শকও। পছন্দ করেছে বলেই তারা টানটান আগ্রহে অপেক্ষায় পরের সিজনের।