ঋতু বৈশাখ
ননস্টপ বিনোদন চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় ‘ননস্টপ আড্ডা’। সাংস্কৃতিক জগতের বিশিষ্টজনের সাক্ষাৎকার থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি তো আছেই। আজ সন্ধ্যার অনুষ্ঠান সাজানো হয়েছে কথা-আবৃত্তি ও গানে। থাকছেন বাচিকশিল্পী বর্ণালী সরকার ও সংগীতশিল্পী কিংশুক রায়। বিষয়ভিত্তিক এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ রচিত ঋতু বৈশাখের কিছু সম্ভার উঠে আসবে দুই শিল্পীর পরিবেশনায়।