এই সপ্তাহে সুরের লড়াই
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। সুপার সিঙ্গার সিজন ৪-এ মেলোডির মহাযুদ্ধ।
সুপার সিঙ্গার সিজন ৪-এ এই সপ্তাহে মেলোডি অর্থাৎ মিঠে সুরের জমজমাট মহাযুদ্ধ। সুরেলা ও আবেদনময় কণ্ঠের শিল্পী কুমার শানুর সঙ্গে যোগ দেবেন মেলোডির রানি অলকা ইয়াগ্নিক। দর্শক শ্রোতা ফিরে যাবেন ওঁদের ডুয়েট গানের স্বর্ণযুগে। সেসময় প্লেব্যাকে চূড়ান্ত সাফল্য পেয়েছিল শানু-অলকা জুটির এক একটি রোমান্টিক গান।
কয়েক দশক ধরে শ্রোতারা মোহিত হয়ে শুনেছে তাঁদের জুটির গান। সেই অনুষঙ্গেই প্রতিযোগীরাও প্রস্তুত নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য। বলিউড মাতানো সেইসব চিরকালীন গানই এই সপ্তাহে ম্যাজিক সৃষ্টি করবে স্টার জলসার সুপার সিঙ্গার সিজন ৪-এর মঞ্চে। চোখ রাখুন আগামিকাল ও পরশু রাত ৯.৩০-এ।