Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

এবার পুজোয় উইন্ডোজ-এর রিল-এ রিয়েল লাইফ স্টোরি

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। এই প্রথম পুজোয় নন্দিতা-শিবপ্রসাদ জুটির ছবি। মুক্তির অপেক্ষায় ‘রক্তবীজ’। লিখেছেন সোমনাথ লাহা

নানা কারণেই আলোচনায় নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ‘রক্তবীজ’। প্রথমত, এই ছবিকে ঘিরেই জুটি বাঁধছেন বাংলা ছবির জনপ্রিয় তারকা আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এর আগে ওঁরা একই ছবিতে অভিনয় করলেও জুটি বাঁধেননি। দ্বিতীয়ত, প্রথমবার উইন্ডোজ-এর পুজোয় ছবি মুক্তি। এছাড়াও, উইন্ডোজ-এর প্রয়োজনায় ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ এবং ‘ফাটাফাটি’ ছবিতে অভিনয় করলেও নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় এই প্রথমবার অভিনয় করতে চলেছেন আবীর চট্টোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, দেবাশিস মন্ডল, দেবলীনা কুমার, অঙ্কিতা মাঝি, গুলশানারা খাতুন প্রমুখ।

‘রক্তবীজ’-এ আবীর ও মিমি দু’জনেই রয়েছেন পুলিশের চরিত্রে। এই ছবিতে অভিনয় প্রসঙ্গে গণমাধ্যমে নিজের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবীর বলেছেন, “আমার জীবনের অন্যতম কঠিন ছবি এটা। নন্দিতাদি-শিবুদার পরিচালনায় এটাই আমার প্রথম কাজ। সবাই খুব পরিশ্রম করেছেন। মারপিটের দৃশ্যে অভিনয় করা সবচেয়ে বেশি উপভোগ করেছি। মিমিও খুব সাহায্য করেছে আমায়।” ছবিতে অসাধারণ কিছু স্টান্ট করেছেন আবীর। ১২০০ মানুষের সামনে থেকে ছুটে এসে ৬ ফুটের উপর বাঁশের বেড়া টপকে শূণ্যে উড়ে যাওয়া হোক কিংবা দৌড়ে এসে চলন্ত নাগরদোলায় চড়া। আবীরের ফিটনেস দেখে মুগ্ধ শিবপ্রসাদ। ছবিতে অ্যাকশনের দায়িত্বভার সামলেছেন মনোহর বর্মা। ইনি ইতিপূর্বে ‘মাদ্রাস ক্যাফে’, ‘মর্দানি’, ‘এয়ারলিফ্ট’, ‘মির্জাপুর’-এর মতো অসংখ্য ছবি এবং ওয়েব সিরিজের অ্যাকশন দৃশ্য সৃষ্টি করেছেন।

সাধারণত গরমের ছুটিতেই নিজেদের ছবি নিয়ে আসেন নন্দিতা-শিবপ্রসাদ। এই প্রথমবার ছক ভেঙে পুজোয় নিজেদের ছবি নিয়ে আসছেন তাঁরা। কেন, সেই প্রশ্নের উত্তরে শিবপ্রসাদের মন্তব্য,”আসলে এই ছবির গল্পের সঙ্গে দুর্গাপুজোর একটা গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে। যে ঘটনার থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটা তৈরি, সেটাও পুজোর সময়ই ঘটেছিল। সিনেমার ভিতরেও দুর্গাপুজো ভীষণভাবে রয়েছে। তাই আমাদের মনে হয়েছে এটা পুজোতে রিলিজ করা দরকার।” প্রসঙ্গত, ২০১৪-র ২রা অক্টোবর দুর্গাপুজোর অষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠেছিল গোটা এলাকা। তৈরি হয়েছিল ভয়ের পরিবেশ। উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। সেই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে‌ই তৈরি হয়েছে ‘রক্তবীজ’।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘রক্তবীজ’-এর মোশন পোস্টার। ছবির মূল গল্পের থিমকে মাথায় রেখে যা যা শব্দ ছবিতে যেতে পারে, সেটাই এই পোস্টারে এক অভিনেতার মুখে ব্যবহার করা হয়েছে। প্রায় তিনশো শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। মুখের শেপ সঠিক ভাবে বজায় রেখে চোখ, নাক, ঠোঁট–অর্থাৎ সবকিছু একসঙ্গে মিলিয়ে শব্দ বসানো এবং সেই সঙ্গে সেটা মোশনে রাখা–যেখান থেকে ধীরে ধীরে মুখের একটা ফর্ম বেরিয়ে আসছে। বাংলা ছবিতে এই ধরনের পোস্টার আগে হয়নি। স্বাধীনতা দিবসের দিন নির্মাতাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে ছবির অফিশিয়াল পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে জাতীয় পতাকার সামনে একদিকে বন্দুক হাতে দাঁড়িয়ে আবীর, অন্যদিকে মিমি। আর মাঝে রয়েছেন ভিক্টর। ছবির নিচের দিকে মা দুর্গাকে ঘিরে সাধারণ মানুষের ভিড়ে অসুরের মুখোশ পরে থাকা কিছু লোকজন।

‘রক্তবীজ’-এর সংগীত পরিচালনা করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং দোহার। আবহসংগীত পরিচালনায় প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ছবির নেপথ্যে শোনা যাবে ঢাকের শব্দ। ১২ ঘন্টা ধরে ১৫ জন ঢাকি ঢাক বাজিয়েছেন। কলকাতার একটি স্টুডিওতে সেটির রেকর্ডিং হয়েছে। ছবিতে প্লেব্যাক করেছেন সোশ্যাল মিডিয়া স্টার নন্দী সিস্টার্স অর্থাৎ, অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী। কলকাতায় খুব সামান্যই শুটিং হয়েছে এই ছবির। মূলত, বোলপুর, বানতলা এবং ধূলাগড়ের বিভিন্ন লোকেশনে ছবির আউটডোর শুটিং হয়েছে। বিশেষ উল্লেখ্য, রাস্ট্রপতি ভবনে শুটিং হ‌ওয়া ‘রক্তবীজ’ হলো প্রথম বাংলা ছবি। ১৯ অক্টোবর প্যান ইন্ডিয়ায় মুক্তি পাবে এই ছবি। হিন্দির পাশাপাশি ওড়িয়া ও অসমীয়া ভাষাতেও মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ’। রিয়েল লাইফ অ্যাকশন স্টোরির পটভূমিতে আবীর-মিমি জুটি উইন্ডোজ-এর সাফল্যের গ্রাফ কতটা ধরে রাখতে পারে, সেটাই এখন দেখার।