ওটিটির ময়দানে শার্লক বনাম ব্যোমকেশ
একদিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আসতে চলেছে শার্লক হোমসের ভারতীয় সংস্করণ, এই খবরে বাজার গরম। অন্যদিকে ‘সত্যান্বেষী’ হয়ে ওয়েব দুনিয়ায় ফিরছেন অনির্বাণ ভট্টাচার্য–বাংলার দর্শকের কাছে এই খবরটিও কম আকর্ষণীয় নয়। আপাতত ওটিটি প্ল্যাটফর্মকে ঘিরে হোমস বনাম ব্যোমকেশ আলোচনা তুঙ্গে। লেখক এবং চিকিৎসক আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনি সারা বিশ্বের পাঠকের কাছে কী পরিমাণ জনপ্রিয়, সেকথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বাঙালি পাঠক তথা দর্শকের কতটা আপন, সেও সকলেরই জানা।
ব্যোমকেশ সাহিত্যের পাতা থেকে সিনেমা, টিভি সিরিজ, পডকাস্ট হয়ে ওটিটি-র ময়দানে পা রেখেছে আগেই। তবে, এবারের বিষয়টি কিছুটা পৃথক। কারণটা পরে বলছি। ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ নামে সৃষ্ট এই সিরিজের ট্রেলার ইতিমধ্যেই প্রকাশিত। প্রসঙ্গত, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘চিড়িয়াখানা’ অবলম্বনে তৈরি ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’। সিরিজে যুগ্ম দায়িত্ব পালন করছেন অনির্বাণ। অভিনয়ের পাশাপাশি ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’-এর ক্রিয়েটিভ ডিরেক্টরও তিনি। ছয়ের দশকে শরদিন্দুর এই গল্প নিয়েই ‘চিড়িয়াখানা’ তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। ব্যোমকেশ হয়েছিলেন উত্তমকুমার। প্রবীণ দর্শকদের স্মৃতিতে সেই ছবি উজ্জ্বল। তবে, নয়া প্রজন্মের অনেকেই হয়তো নতুন চিড়িয়াখানার রসে মজে যাবেন সহজেই। অনির্বাণের মতো গুণী মানুষ রয়েছেন যে সঙ্গে। ট্রেলার দেখে অবশ্য মনে হচ্ছে, পরিচালক সুদীপ্ত রায় নিজের মতো করেই গল্প সাজিয়েছেন। এবারে অজিতের ভূমিকায় ভাস্বর চট্টোপাধ্যায় ও সত্যবতী আগের মতোই ঋদ্ধিমা ঘোষ।
এ তো গেল, ব্যোমকেশ প্রসঙ্গ। এবার আসি হোমসের কথায়। সিনেমার পর্দায় শার্লক হোমসের চরিত্রে অভিনয় করেছেন, এমন অভিনেতার সংখ্যা প্রায় পঞ্চাশের কাছাকাছি। তালিকায় রয়েছে রবার্ট ডাউনি জুনিয়র, জনি ডেপ বা হেনরি কাভিলের মতো অভিনেতা। টিভি সিরিজে শার্লক হোমস চরিত্রে অভিনয় করেছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। ডক্টর ওয়াটসন রূপে আমরা পেয়েছি মার্টিন ফ্রিম্যানকে। ২০১৭ সাল পর্যন্ত এর ১৩টি পর্ব দেখেছেন দর্শক। এবার প্রশ্ন, আমাদের দেশীয় শার্লক ও ওয়াটসন কারা হবেন ? বলা বাহুল্য, এই নিয়ে জল্পনা তুঙ্গে। শার্লক হোমস-এর প্রযোজক হিসেবে বিবিসি-র নাম আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। সুখের কথা হলো, তাদের সঙ্গেই যৌথভাবে সর্বভারতীয় এক বিখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম আনতে চলেছে সৃজিত পরিচালিত শার্লক হোমসের ভারতীয় সংস্করণ।
শোনা যাচ্ছে, গত ছ’ মাস ধরে প্রস্তুতি পর্ব চলছে এই প্রজেক্টের। ভারতীয় সংস্করণে শার্লক হোমসের নাম হয়েছে শেখর হোম। তথ্যসূত্র বলছে, শেখর হোম চরিত্রের জন্য প্রস্তাবিত বলিউড অভিনেতার নাম কে কে মেনন। ওয়াটসনের ছায়ায় তৈরি চরিত্রটি করতে পারেন রণবীর শোরে। এঁরা দুজনেই যথেষ্ট যোগ্য নিঃসন্দেহে। তবু, চ্যালেঞ্জ থাকবে। কারণ, বিশ্ব বিনোদন এখন ওটিটির কল্যাণেই হাতের মুঠোয়। সিনেমা বা সিরিজে শার্লক হোমস দর্শন হয়ে গেছে ভারতীয় দর্শকেরও। সেই চ্যালেঞ্জ মেনন ও শোরে কতটা নিতে পারেন, তা দেখার অপেক্ষা থাকবে।