Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

ওটিটি থ্রিলারে সোনমের কামব্যাক

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। জিও সিনেমায় আজই স্ট্রিমিং শুরু ‘ব্লাইন্ড’। লিখেছেন অজন্তা সিনহা

ছবির ট্রেলার নিজের সোস্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করে সোনম কাপুর জানিয়েছেন, এটা তাঁর শয়তানের বিরুদ্ধে অভিযান, যে কিনা তাঁর জন্য অন্ধকারের দুনিয়ায় অপেক্ষা করছে। ট্রেলার দেখে আমরা জানতে পারি, একজন সিরিয়াল কিলারের খোঁজ করছেন তিনি পর্দায়। জিও সিনেমায় আজই স্ট্রিমিং হচ্ছে সোনম কাপুরের কামব্যাক ছবি ‘ব্লাইন্ড’-এর ! একই নামে মুক্তিপ্রাপ্ত ২০১১-র হিট কোরিয়ান ছবির রিমেক ‘ব্লাইন্ড’ ঘিরে আগ্রহের মৌতাত ভালোই জমেছে।

Images 6 1
ওটিটি থ্রিলারে সোনমের কামব্যাক 5

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও এ ছবির গুরুত্ব কিছু কম নয়। একে তো সোনমের মতো বলিউড স্টারের ফিরে আসা। তায় আবার সিরিয়াল কিলার নির্ভর এক থ্রিলারের হাত ধরে। উল্লেখ্য, এ ছবিতে এক অন্ধ মহিলার ভূমিকায় আছেন সোনম। আর এই সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছেন পূরব কোহলি। মাল্টি ট্যালেন্টেড এই তরুণও বেশ কিছুদিন পর পর্দায়, এই ছবিতে অভিনয়ের সূত্রেই।

Images 5
ওটিটি থ্রিলারে সোনমের কামব্যাক 6

‘ব্লাইন্ড’ পরিচালনা করেছেন সোম মাখিজা। প্রযোজনা করেছেন বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি পরিচালক সুজয় ঘোষ। প্রযোজনায় তাঁর সঙ্গী হয়েছেন অভিষেক ঘোষ, হ্যুনউ টমাস কিম, সচিন নাহার, পিংকেশ নাহার, মণীশ ডব্লিউ, জ্যোতি দেশপান্ডে। ‘ব্লাইন্ড’ ছবিতে অভিনয়ে সোনম-পূরব ছাড়াও আছেন বিনয় পাঠক, লিলেট দুবে, শুভম শরফ, লুসি আর্ডেন, জাভেদ খান প্রমুখ প্রথম সারির অভিনেতা। সিনেমাটোগ্রাফার গৈরিক সরকার। মিউজিক ক্লিনটন সেরেজো ও ব্রিয়াঙ্কা গোমস।

Images 7 1
ওটিটি থ্রিলারে সোনমের কামব্যাক 7

একজন অন্ধ মহিলা, যে কিনা নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ প্রমাণ করে, সমস্ত অসুবিধার বিরুদ্ধে লড়ে যায়। কার্যকারণে সে একটি ভয়াবহ অপরাধের একমাত্র সাক্ষী হতেই শুরু হয় নাটক। নিঃসন্দেহে এই জাতীয় কোনও চরিত্রে এই প্রথম অভিনয় করছেন সোনম। ‘নীরজা’ ছবির পর আবারও একটু ভিন্নধারার চরিত্রে কাজ করার চ্যালেঞ্জ নিয়ে ভালোই করেছেন তিনি। কামব্যাক হওয়া উচিত এমন কাহিনিতেই।

ছবিতে আমরা দেখব, এমন এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয় যে অন্ধ মেয়েটি নিজেই একসময় সেই খুনিকে খুঁজে বের করার চেষ্টা করে ও খুনির মুখোমুখি হয়। এবার সিরিয়াল কিলার থুড়ি অভিনেতা পূরব কোহলির কথা। শোনা যাচ্ছে, চরিত্রটিকে জীবন্ত করে তুলতে কোনও ত্রুটি রাখেননি তিনি। স্তরে স্তরে কাহিনির গোপন রহস্য ও টেনশন ধরে রাখার ক্ষেত্রে শক্তিশালী এই অভিনেতার উপস্থিতি যথেষ্ট কার্যকর হয়েছে বলেই জানা গিয়েছে। অর্থাৎ, দর্শকের অপেক্ষার পালা শেষ। জিও সিনেমার পর্দায় আজই ‘ব্লাইন্ড’ রহস্যে ডুব দেবার সুযোগ ঘটতে চলছে। রহস্য কতটা জমল, জানতে আর কয়েক ঘন্টা!