Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

ওটিটি সিনেমায় অ্যাকশন থ্রিলারে শাহিদ

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। জিও সিনেমায় আগামী ৯ই জুন মুক্তি পাচ্ছে শাহিদ কাপুর অভিনীত ‘ব্লাডি ড্যাডি’। লিখেছেন মৃণালিনী ঠাকুর

কণ্টকময় ও প্রতিনিয়ত ঘটে চলা হানাহানি, খুনোখুনিতে পূর্ণ শহর মুম্বই। এর কোণে কোণে মুহূর্তের মধ্যে জন্ম নেয় নতুন নতুন অপরাধ। বন্দরের আশ্রয়ে লুকিয়ে একাধিক গোপন ও ভয়ঙ্কর অপরাধের কাহিনি। ঘৃণ্য ও নারকীয় অপরাধীরা ছায়া বিস্তার করে। তীব্র ঝড় ওঠার সম্ভাবনা, যে কোনও মুহূর্তেই। চরম বিশ্বাসঘাতক এই পরিবেশেই আমরা আবিষ্কার করি বিভ্রান্ত ও হেঁয়ালিপূর্ণ চরিত্রের এক তরুণকে। অর্জুন নামের এই তরুণকে ঘিরেই আবর্তিত পরিচালক আলি আব্বাস জাফরের ‘ব্লাডি ড্যাডি’। শাহিদ কাপুর অভিনীত এই ছবি যে ২০২১-য় মুক্তিপ্রাপ্ত ফরাসি অ্যাকশন থ্রিলার ‘স্লিপলেস নাইট’ অবলম্বনে তৈরি, সে খবর ইতিমধ্যেই মোটামুটি প্রচারিত। অ্যাকশন থ্রিলার নির্মাণে বরাবরই আমরা কিছুটা পরমুখাপেক্ষী। তবে, এখানে প্রেক্ষিত (মুম্বাই আন্ডারওয়ার্ল্ড) বদলে তাকে কতটা ভারতীয় দর্শকের দর্শন উপযোগী করে তুলেছেন নির্মাতারা, সেটাই দেখার। 

ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত বলেই বিষয় হিসেবে থ্রিলারকে বেছে নেওয়া হয়েছে কিনা, এমন একটা প্রশ্ন মনে জাগলেও জাগতে পারে ! ওটিটি আর থ্রিলার এখন প্রায় সমার্থক হয়ে গিয়েছে। এছাড়া, এক বিপুল সংখ্যক জেন ওয়াই দর্শক যে থ্রিলারের অনুরাগী, তাতে বাণিজ্যিকভাবে কিছুটা নিশ্চিন্ত থাকা যায়, সেটাও কারণ হতে পারে। উৎস যেটাই হোক, অ্যাকশন প্যাকড ক্রাইম থ্রিলার ‘ব্লাডি ড্যাডি’ নিয়ে দর্শক মনে ভালোই আগ্রহ তৈরি হয়েছে। গল্পসূত্র বলছে আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর অপরাধ, ড্রাগ ও দুর্নীতির সংগঠিত চক্রের মুখোমুখি লড়াই করতে নামার সঙ্গে সঙ্গেই বদলে যেতে থাকে অর্জুনের জীবন। প্রাক্তন পুলিশ অফিসার অর্জুনকে তাড়া করে বেড়ায় কোন ঘুম কেড়ে নেওয়া স্মৃতি ? বিশ্বাসঘাতকতা ও প্রতারণার জালে জড়িয়ে পড়া অর্জুনের ভবিষ্যত কী?  

Images 14 5
ওটিটি সিনেমায় অ্যাকশন থ্রিলারে শাহিদ 8

ইতিমধ্যেই বিপুলহারে ভাইরাল হওয়া টিজারে আমরা দেখি অর্জুন একদিকে পুড়ছে তার অভ্যন্তরের প্রতিশোধের আগুনে, অন্যদিকে সেই সংগঠিত অপরাধ চক্রের বিরুদ্ধে তার অন্তহীন যুদ্ধ ! এই পর্যায়ের ফাইট সিকোয়েন্সগুলি দর্শকের শিরদাঁড়ায় তুমুল উত্তেজনার স্রোত বইয়ে দেবে বলে দাবি নির্মাতাদের। অভিনয়ে শাহিদ কাপুরের বিপরীতে আছেন ডায়ানা পেন্টি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর, রনিত রায়, রাজীব খান্ডেলওয়ালের মতো অভিনেতা। সঞ্জয় এ ছবিতে এমন এক বিশেষ চরিত্রে রয়েছেন, যার উপস্থিতিতে কাহিনি যত এগোবে, তত বেরিয়ে আসবে ষড়যন্ত্রের রহস্যঘন জটিলতার নানা স্তর। অনুমান করা যায়, দর্শকের মনে চূড়ান্ত কৌতুহল জাগিয়ে তুলবে চরিত্রটি।

পরিচালক আলি আব্বাস জাফর টানটান গল্প বলা ও ধুন্দুমার অ্যাকশন নির্মাণের ক্ষেত্রে ইতিমধ্যেই পরিচিত। তাঁর পরিচালনায় ‘ব্লাডি ড্যাডি’ যে অ্যাকশন ও থ্রিলারপ্রেমী দর্শককে চরম উত্তেজনার খোরাক যোগাবে, তা নিশ্চিতভাবে বলা যায়। এসব ছবির ক্ষেত্রে যে মাত্রার সিনেমাটোগ্রাফি দরকার, সেটাই দর্শক পাবেন মার্সিন লাস্কাওয়াইকের কাজে। ভিস্যুয়ালি এই ছবি যে দর্শককে বেশ অন্যরকম অভিজ্ঞতা দেবে, তা আগাম বলে দেওয়া যায়। এরই সঙ্গে যুক্ত হয়েছে বাদশা, আদিত্য দেব, অনুজ গর্গের সাউন্ডট্র্যাক এবং জুলিয়াস পাকিয়ামের দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর। এইসবই চনমনে করে রাখবে দর্শককে। 

Shahid Diana 16482082913X2 1
ওটিটি সিনেমায় অ্যাকশন থ্রিলারে শাহিদ 9

আমাজন প্রাইম ভিডিওতে একজন পুলিশ অফিসারের চরিত্রে তাঁর ওটিটি ডেবিউর পর আরও একবার এক পুলিশ অফিসারের চরিত্রে শাহিদ। ‘ফর্জি’ ওয়েব সিরিজের পর এক পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘ব্লাডি ড্যাডি’। শোনা যাচ্ছে, এই ছবির জন্য নিজের অ্যাকশন অবতারকে ঘষেমেজে ক্ষুরধার করে তুলেছেন শাহিদ। এর বাইরে কতটা ইনটেন্স অভিনয় করেন তিনি, সে তো সকলেরই জানা। শাহিদ নিঃসন্দেহে এ ছবির তুরুপের তাস। সোস্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘ব্লাডি ড্যাডি’ দারুণ আলোচনায়। শাহিদ ভক্তরা তীব্র অপেক্ষায়। আগামী ৯ জুন জিও সিনেমায় (কেবলমাত্র) মুক্তি পাবে শাহিদ কাপুর অভিনীত ‘ব্লাডি ড্যাডি’।