ওয়েব দুনিয়ায় পা রাখলেন শাহিদ
হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। ক্রাইম থ্রিলার ‘ফর্জি’-তে ওয়েব ডেবিউ ঘটছে বলিউড সুপারস্টার শাহিদ কাপুরের। লিখেছেন অজন্তা সিনহা।
“আমি এই শোয়ের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ উত্তেজনা অনুভব করছি। ‘ফর্জি’-র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করছি আমি। ‘ফর্জি’ দুর্দান্ত এবং নতুন মেজাজের এক ওয়েব শো”–জানিয়েছেন শাহিদ কাপুর। তাঁর প্রজন্মের বলিউডের অন্যতম সেরা এই অভিনেতার ওটিটি ডেবিউ নিঃসন্দেহে ওয়েব দুনিয়ার দর্শকদের জন্য অত্যন্ত সুখবর। এখানেই শেষ নয়, ‘ফর্জি’-তে শাহিদ অভিনয় করছেন বলিউডের শক্তিশালী প্রবীণ অভিনেতা অমল পালেকর ও দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে। এছাড়াও এই সিরিজে আছেন কে কে মেনন, রাশি খান্না, রেজিনা কাসান্দ্রা, ভুবন অরোরা, কুবরা সইদ প্রমুখ। গত সপ্তাহেই অন্য একটি ওয়েব সিরিজ প্রসঙ্গে বলেছিলাম, বলিউড তারকাদের ওয়েবযাত্রা শুরুর কথা। সেই সিরিজটিতে আমরা পাই জুহি চাওলা ও আয়েশা জুলকাকে। এর অনেক আগেই অন্যান্য সিরিজের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে এসে গেছেন মাধুরী দীক্ষিত, অভিষেক বচ্চন, মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজউদ্দিন সিদ্দিকি, সইফ আলি খান প্রমুখ। বিনোদন এখন পর্দার মাপের ওপর নির্ভরশীল নয়। আজকের বিনোদন কনটেন্ট নির্ভর, ওয়েব দুনিয়া একথা প্রমাণ করে দিয়েছে।
রাজ নিদিমরু এবং কৃষ্ণ ডি কে জুটি, যাঁরা রাজ এন্ড ডিকে নামেই অধিক পরিচিত, তাঁরাই ‘ফর্জি’-র নির্মাতা। হিন্দি ও তেলুগু ছবি এবং ওয়েব দুনিয়ায় ইতিমধ্যেই প্রতিষ্ঠিত এই জুটি। ওঁরা ছবি নির্মাণ ও নির্দেশনার পাশাপাশি লেখালেখির কাজটাও করেন। ইদানীং বিনোদন মাধ্যমে কনটেন্ট যত গুরুত্ব পাচ্ছে, তত লেখার ক্ষেত্রে যাঁরা দক্ষ, তাঁরা কাজে বাড়তি সুবিধা পাচ্ছেন। ‘ফর্জি’ পুরোপুরি থ্রিলার মেজাজের সিরিজ। সেই প্রেক্ষিতে শাহিদের বক্তব্য, “অন্ধকার দুনিয়া, জটিল ও ধূসর মানুষ, রহস্যঘন পরিবেশ, হাড় কাঁপানো একশন–সব মিলিয়ে ‘ফর্জি’ এক শিরদাঁড়া টানটান ক্রাইম থ্রিলারের রূপ নিয়েছে।”
রাজ এন্ড ডিকে-র সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়েছিলেন তিনি, একথা জানিয়ে শাহিদ বলেছেন, “আমি এই জুটির তৈরি ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দুটো সিজনই দেখেছি। সেখানে ওঁরা মনোজ বাজপেয়ীর মতো অভিনেতাকে নিয়ে কাজ করেছেন। আমি সেটা দেখেই রাজ এন্ড ডিকে-র কাছে ওঁদের কোনও একটি প্রযোজনায় আমাকে নেওয়ার অনুরোধ রেখেছিলাম। আমার সৌভাগ্য ওঁরা আমার অনুরোধ রেখেছেন।” অন্যদিকে শাহিদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বিজয় সেতুপতি জানান, তিনি শুটিংয়ের প্রথম দিন বিপুলভাবে নার্ভাস ছিলেন। কারণ, শাহিদ কতটা শক্তিশালী অভিনেতা সবাই জানেন। “কিন্তু শাহিদ যত ভালো অভিনেতা, ততটাই ভালো মানুষ। আমাদের একসঙ্গে বেশ কয়েকটি দৃশ্যে শুটিং করতে হয়। বিষয়টা এত সহজ করে দেন শাহিদ, যে আমার পক্ষেও নিজেকে প্রকাশ করতে সুবিধা হয়”–জানিয়েছেন এই দক্ষিণী অভিনেতা। বিজয় এটাও বলেছেন, তাঁর জন্য পুরোটাই দারুণ এক সুযোগ।
আট পর্বের এই সিরিজে অভিনয় প্রসঙ্গে শাহিদ খুব সুন্দরভাবে জানিয়েছেন, “ওয়েব মাধ্যম প্রমাণ করেছে, আজকের বিনোদনে এটা কতটা অপরিহার্য ! আমার প্রথম কাজ এই মাধ্যমে। দু’আড়াই ঘণ্টার একটা ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রাখা আর আট পর্বের সিরিজের প্রতি পর্বে নিজেকে মেলে ধরা–দুটো একেবারে আলাদা। আমি চরম উত্তেজনাসহ অপেক্ষা করছি, দর্শক কতটা গ্রহণ করেন আমায়, সেটা দেখার জন্য।” অপেক্ষায় শাহিদ ভক্তরাও। আমাজন প্রাইম ভিডিওয় আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা ‘ফর্জি’-র। ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর চূড়ান্ত সাফল্যের পর রাজ এন্ড ডিকে জুটিও চেয়েছিলেন একটু ভিন্নস্বাদের এক ক্রাইম থ্রিলার বানাতে। সেটা তাঁরা কতটা পেরেছেন জানা যাবে শিগগিরই। ‘ফর্জি’-র স্ট্রিমিং শুরু আগামী ১০ ফেব্রুয়ারি।